shono
Advertisement

Breaking News

বাল্মীকির সঙ্গে মিকার তুলনা করে শ্রীঘরে রাখি সাওয়ান্ত

আজই তাঁকে গ্রেপ্তার করে পাঞ্জাব পুলিশ The post বাল্মীকির সঙ্গে মিকার তুলনা করে শ্রীঘরে রাখি সাওয়ান্ত appeared first on Sangbad Pratidin.
Posted: 04:06 PM Apr 04, 2017Updated: 03:51 PM Dec 20, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঋষি বাল্মীকি সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় মুম্বই থেকে রাখি সাওয়ান্তকে গ্রেফতার করল পাঞ্জাব পুলিশ। একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে গিয়ে বন্ধু গিয়েই এই আলটপকা মন্তব্য করে আসে বলিউডের এই ‘ড্রামা কুইন’। কথা চলছিল তার বন্ধু মিকা সিংকে নিয়ে। সেখানেই বাল্মীকির প্রসঙ্গ টেনে আনেন রাখি। বলেন, বাল্মীকি যেমন দস্যু থেকে রত্নাকর হয়ে উঠছেন। তাঁর বন্ধু মিকাও তেমনই অনেক বদলে গিয়েছে।

Advertisement

এই মন্তব্য করেই বেমালুম ফেঁসে যান রাখি। আদালতের দ্বারস্থ হয় বাল্মীকি কমিউনিটির সদস্যরা। তাদের দায়ের করা অভিযোগের ভিত্তিতেই জারি হয় গ্রেপ্তারি পরোয়ানা। তার ভিত্তিতেই মঙ্গলবার গ্রেপ্তার করা হয় রাখিকে।

The post বাল্মীকির সঙ্গে মিকার তুলনা করে শ্রীঘরে রাখি সাওয়ান্ত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার