অর্ণব আইচ: সেনার পোশাকে কারা ঢুকেছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে? এ বিষয়ে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছিল পুলিশ। এবার রহস্যভেদে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ডিন অফ স্টুডেন্টসকে তলব করা হয়েছে। নোটিস দিয়ে ডাকা হয়েছে উপাচার্যকেও।
দিন কয়েক আগে সেনার পোশাকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে পড়ে একদল যুবক-যুবতী। তাঁরা নিজেদের একবার রাষ্ট্রসংঘের বিশ্ব শান্তিরক্ষা বাহিনীর স্বেচ্ছাসেবী বলে দাবি করে, একবার নিজেদের দেশের প্রতিরক্ষামন্ত্রকের নিয়ন্ত্রণাধীন বাহিনী বলে দাবি করে। জানায় তারা নাকি যাদবপুরের র্যাগিং সংস্কৃতি শেষ করতে এসেছে। কড়া হাতে পরিস্থিতি সামলাবে বলেও দাবি করা হয়। পরবর্তীতে জানা যায়, স্রেফ দক্ষিণ ২৪ পরগনার এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য তারা। এরপরই প্রশ্ন ওঠে, সেনা বাহিনীর সঙ্গে যুক্ত না থাকা সত্ত্বেও কীভাবে জলপাই রঙের পোশাক পড়ল তারা।
[আরও পড়ুন: ‘নীলকণ্ঠ নিবাসে’র আশ্রয়ে ছিলেন জ্বরে কাবু নেতাজি, সেই বাড়িতে পা রেখে আবেগাপ্লুত উত্তরসূরীরা]
ঘটনার জল গড়ায় থানা পর্যন্ত। ওই ঘটনায় পুলিশ ভারতীয় সেনার নাম ও প্রতীকের অপব্যবহারের মামলা করেছে। কীভাবে ওই যুবক-যুবতীরা ক্যাম্পাসে ঢুকল, উদ্দেশ্যই বা কী ছিল, তা জানতেই উপাচার্য, রেজিস্ট্রার ও ডিন অফ স্টুডেন্টসকে তলব বলে খবর।