সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরোধী দলের ১২ জন সাংসদের বিরুদ্ধে সংসদীয় কমিটি গড়ে তদন্তের নির্দেশ দিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। স্লোগান দিয়ে রাজ্যসভার কাজে বাধা দেওয়ার কারণে ১২ জনের বিরুদ্ধে ব্রিচ অফ প্রিভিলেজের অভিযোগ আনা হয়েছে। সেই অভিযোগ খতিয়ে দেখবে রাজ্যসভার (Rajya Sabha) সংসদীয় কমিটি।
১২ জন সাংসদের মধ্যে ৯ জনই কংগ্রেসের (Congress)। সেই সঙ্গে রয়েছেন আপের (AAP) ৩ সাংসদও। ওয়েলে নেমে স্লোগান দেওয়ার ফলে রাজ্যসভার কার্যাবলি ব্যাহত হচ্ছে অভিযোগ আনেন চেয়ারম্যান ধনকড়। ইচ্ছাকৃত ভাবেই সংসদের কাজে পরিকল্পিত ভাবে বাধা দিচ্ছেন বলেই অভিযোগ ১২ জনের বিরুদ্ধে। রাজ্যসভার চেয়ারম্যানকে অধিবেশন মুলতুবি করতে বাধ্য করছেন সাংসদরা, এমনটাই অভিযোগ উঠেছে।
[আরও পড়ুন: জামিন পেয়েই পালটা, পৃথ্বী শ’র বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের স্বপ্না গিলের]
শনিবার রাজ্যসভার তরফে জানানো হয়, বাজেট অধিবেশন চলাকালীন প্রবল বিশৃঙ্খলা করেছেন কয়েকজন সাংসদ। তাঁদের বিরুদ্ধেই ব্রিচ অফ প্রিভিলেজের অভিযোগ আনা হয়েছে। প্রসঙ্গত, বাজেট অধিবেশন চলাকালীন আদানি ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে সংসদের দুই কক্ষই।
তবে এই অভিযোগ ও তদন্ত নিয়ে একেবারেই অস্বস্তিতে পড়েননি অভিযুক্ত সাংসদরা। আপ নেতা এমপি সিং বলেন, “আমরা কোনও ভুল করিনি। শুধুমাত্র সত্যি কথাটা সকলের সামনে তুলে ধরেছি। সেটাকে কখনই ব্রিচ অফ প্রিভিলেজের আওতায় আনা উচিত নয়। সাধারণ মানুষ বিশাল দুর্নীতির শিকার হয়েছেন, সেই বিষয়টিই আমরা প্রকাশ্যে এনেছি। তবে অভিযোগের নোটিস পেলে অবশ্যই জবাব দেব।”