shono
Advertisement

কথা রাখলেন মোদি-শাহ, শীঘ্রই উপত্যকায় বসছে প্রথম বাণিজ্য সম্মেলন

অক্টোবর বা নভেম্বর মাসেই উপত্যকায় হতে চলেছে বাণিজ্য সম্মেলন৷ The post কথা রাখলেন মোদি-শাহ, শীঘ্রই উপত্যকায় বসছে প্রথম বাণিজ্য সম্মেলন appeared first on Sangbad Pratidin.
Posted: 05:06 PM Aug 10, 2019Updated: 05:06 PM Aug 10, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩৭০ ধারার অবলুপ্তির পর উত্তেজক পরিবেশ তৈরি হয়েছিল, তা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে জম্মু-কাশ্মীর৷ এই পরিস্থিতিতে উপত্যকায় বিনিয়োগ টানতে তৎপর হল কেন্দ্র৷ সূত্রের খবর, আগামী অক্টোবর বা নভেম্বর মাসে উপত্যকায় অনুষ্ঠিত হতে চলেছে প্রথম ইন্ডাস্ট্রিয়াল সামিট বা বাণিজ্যিক সম্মেলন৷ যার উদ্বোধন করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

Advertisement

[ আরও পড়ুন: কাশ্মীরে বড় কোনও বিক্ষোভ হয়নি, গুজব ওড়াল স্বরাষ্ট্রমন্ত্রক]

এর আগে সংসদে ৩৭০ ধারা অবলুপ্তির প্রস্তাব পেশের সময়ই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাফ জানিয়েছিলেন যে, উপত্যকার পর্যটন বাণিজ্যকে চাঙ্গা করতে সর্বত ভাবে কাজ করবে কেন্দ্র৷ জানা গিয়েছে, এই বিষয়ে উদ্যোগকে সার্থক করার দায়িত্ব নিয়েছে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি৷ দেশ-বিদেশের নামীদামি হোটেল ও রেস্তরাঁ ব্র্যান্ডগুলিকে উক্ত সম্মেলনে আমন্ত্রণ জানানো হচ্ছে৷ জম্মু-কাশ্মীরের নৈসর্গিক পরিবেশে পর্যটন শিল্পকে চাগিয়ে তুলতে সর্বত ভাবে কাজ করছে সংগঠনটি৷ সূত্রের খবর, বৈঠকে আসতে চলেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের শিল্পপতিরা৷ তাঁদের সামনেই ‘ব্র্যান্ড কাশ্মীর’কে বিশ্বের দরবারে তুলে ধরবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সূত্রের খবর, এই বিষয়ে শুক্রবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে একপ্রস্থ বৈঠক সেরে ফেলেছেন কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি ডিরেক্টর জেনারেল চন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায়৷ বৈঠক ইতিবাচক হয়েছে বলে জানা তিনি৷

[ আরও পড়ুন: বন্যায় বিপর্যস্ত দেশের ৭টি রাজ্য, উত্তরোত্তর বাড়ছে মৃতের সংখ্যা ]

প্রসঙ্গত, উত্তাপের আঁচ এড়িয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জম্মু-কাশ্মীর৷ শুক্রবার শ্রীনগর থেকে শুরু করে জম্মুর বেশ কিছু অঞ্চলে কারফিউ শিথিল করা হয়। শনিবার  কাশ্মীর থেকে সম্পূর্ণ ভাবে তুলে নেওয়া হয় ১৪৪ ধারাও। যার ফলে বিকেলের দিকে দোকানপাটও খুলেছে বেশ কিছু এলাকায়। মানুষও বাড়ির বাইরে এসে ইদের বাজারে বের হন। শুক্রবার মোবাইল ও ইন্টারনেট পরিষেবাও চালু করা হয়েছে আংশিকভাবে। 

The post কথা রাখলেন মোদি-শাহ, শীঘ্রই উপত্যকায় বসছে প্রথম বাণিজ্য সম্মেলন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement