shono
Advertisement

Breaking News

মোটা হলে মিলবে না নগ্ন রেস্তোরাঁয় প্রবেশের ছাড়পত্র

বয়সের অনুপাতে গড় ওজন হতে হবে ১৫ কেজি৷ এর বেশি হলে আপনি মোটা হিসেবে গণ্য হবেন এবং রেস্তোরাঁয় ঢোকার অনুমতি মিলবে না৷ The post মোটা হলে মিলবে না নগ্ন রেস্তোরাঁয় প্রবেশের ছাড়পত্র appeared first on Sangbad Pratidin.
Posted: 02:58 AM Jun 11, 2016Updated: 09:28 PM Jun 10, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমে লন্ডন, তারপর অস্ট্রেলিয়া আর এবারে জাপান৷ বড় শহরে বাড়ছে নগ্ন রেস্তোরাঁর সংখ্যা৷ তবে, জাপান এবিষয়ে আবার একটু বেশিই কড়া৷ ২৯ জুলাই জাপানের মাটিতে খুলবে  সে দেশের প্রথম নগ্ন রেস্তোরাঁ ‘দ্য অমৃত’৷

Advertisement

আর সেখানে শুধুমাত্র প্রাপ্ত বয়স্ক হলেই এন্ট্রি মিলবে, এমন কোনও কথা নেই৷ আপনাকে দেহের ওজনের কথাও মাথায় রাখতে হবে৷বয়সের অনুপাতে গড় ওজন হতে হবে ১৫ কেজি৷ এর বেশি হলে আপনি মোটা হিসেবে গণ্য হবেন এবং রেস্তোরাঁয় ঢোকার অনুমতি মিলবে না৷

এছাড়াও রয়েছে আরও বেশ কিছু নিয়ম৷ দেহে ট্যাটু থাকলে মিলবে না প্রবেশের ছাড়পত্র৷ ঢোকার আগে আপনার পোশাকের সঙ্গে সঙ্গে মোবাইল ও ক্যামেরার মতো জিনিষপত্র জমা দিয়েই ঢুকতে হবে৷ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এন্ট্রি ফি হিসেবে ৫০ হাজার টাকা জমা দিতে হবে৷ যা কোনও শর্তেই রিফান্ডেবল নয়৷

The post মোটা হলে মিলবে না নগ্ন রেস্তোরাঁয় প্রবেশের ছাড়পত্র appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement