shono
Advertisement

Breaking News

Jasprit Bumrah

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিরাট ধাক্কা ভারতের, ছিটকে গেলেন বুমরাহ, পরিবর্ত ঘোষণা বোর্ডের

বরুণ চক্রবর্তীকেও দলে নেওয়া হল, কার বদলে দলে ঢুকলেন তিনি?
Published By: Subhajit MandalPosted: 11:36 PM Feb 11, 2025Updated: 10:19 AM Feb 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে। মেগা টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন ভারতীয় পেস বিভাগের ব্রহ্মাস্ত্র জশপ্রীত বুমরাহ। তাঁর বদলে দলে নেওয়া হল তরুণ হর্ষিত রানাকে। এদিকে বরুণ চক্রবর্তীকেও দলে নেওয়া হয়েছে। ১৫ সদস্যের দল থেকে বাদ পড়তে হল যশস্বী জয়সওয়ালকে।

Advertisement

বর্ডার-গাভাসকর ট্রফির শেষ টেস্টে পিঠে চোট পান বুমরাহ। তারপর থেকেই মাঠের বাইরে তিনি। শোনা যাচ্ছে, বুমরাহর চোট এখনও সারেনি। ইংল্যান্ড সিরিজ তিনি খেলতে পারছেন না। আপাতত থাকতে হচ্ছে এনসিএ-তেই। চোট সারাতে তিনি এবং তাঁর সঙ্গে চিকিৎসকরাও সর্বাত্মক চেষ্টা করেছেন। কিন্তু শেষপর্যন্ত সময়মতো সুস্থ হতে পারলেন না বুম-বুম। গত বছর থেকেই দুরন্ত ফর্মে ছিলেন বুমরাহ। সম্প্রতি আইসিসি ও বিসিসিআইয়ের সেরা ক্রিকেটার হয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর না খেলাটা যে ভারতীয় দলের জন্য বিরাট ধাক্কা, সেটা বলার অপেক্ষা রাখে না।

বুমরাহর পরিবর্ত হিসাবে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেওয়া হয়েছে হর্ষিত রানাকে। সম্প্রতি টেস্ট এবং টি-২০ অভিষেক হয়েছে তাঁর। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে অভিষেকও হয়ে গিয়েছে। এ পর্যন্ত আহামরি কিছু না করলেও খুব খারাপ বল করেননি। সমস্যা হল, কোচ গম্ভীরের 'ব্লু আইড বয়'কে এবার পা গলাতে হবে বুমরাহর জুতোতে। কাজটা মোটেই সহজ নয়। রানা ছাড়া পেস আক্রমণে রয়েছেন মহম্মদ শামি এবং অর্শদীপ সিং। এর মধ্যে শামি দীর্ঘদিন বাদে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে পুরনো ছন্দ ফিরে পাননি। আর অর্শদীপ দীর্ঘদিন ওয়ানডে খেলেননি। ফলে পেস বিভাগ নিয়ে নয়া চাপে পড়ে গেল টিম ইন্ডিয়া।

এদিকে প্রত্যাশামতোই ভারতীয় দলে ঢুকিয়ে দেওয়া হল স্পিনার বরুণ চক্রবর্তীকে। তবে খানিক অপ্রত্যাশিতভাবে তাঁর জন্য বাদ পড়লেন ওপেনার যশস্বী জয়সওয়াল। নাম ঘোষণার পরও এ হেন প্রতিভাবান ক্রিকেটারের এভাবে বাদ যাওয়া নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে। তবে জয়সওয়ালকে নন ট্র্যাভেলিং সাব হিসাবে প্রস্তুত থাকতে বলা হয়েছে। দরকার পড়লে তাঁকে দুবাই উড়িয়ে নিয়ে যাওয়া হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে।
  • মেগা টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন ভারতীয় পেস বিভাগের ব্রহ্মাস্ত্র যশপ্রীত বুমরাহ।
  • তাঁর বদলে দলে নেওয়া হল তরুণ হর্ষিত রানাকে।
Advertisement