shono
Advertisement
Jio

বিনামূল্যে ১০০ জিবি ক্লাউড স্টোরেজ দেবে জিও, মিলবে বাড়তি সুবিধাও

কবে থেকে মিলবে এই সুযোগ?
Published By: Biswadip DeyPosted: 04:47 PM Sep 01, 2024Updated: 04:47 PM Sep 01, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্যই এক বড় ঘোষণা করেছেন মুকেশ আম্বানি। রিলায়েন্সের ৪৭তম বার্ষিক সাধারণ সভায় আম্বানির ঘোষণা, আসছে জিও ব্রেন (Jio Brain)। ‘এআই এভরিহোয়ার ফর এভরিওয়ান’ থিমে আনা হচ্ছে এই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির প্ল্যাটফর্ম। আর সেই সঙ্গেই তিনি জানিয়ে দিয়েছেন, জিও ইউজাররা পাবেন ১০০ জিবি পর্যন্ত ক্লাউড স্টোরেজ।

Advertisement

রিলায়েন্স কর্তা বলেন, জিও এআই-ক্লাউড সার্ভিসে দিওয়ালি অফার দেওয়া হবে। যেখানে জিও ইউজাররা ১০০ জিবি ফ্রি স্টোরেজ পাবেন। যা ক্লাউড ডেটা স্টোরেজ ও এআই পরিষেবাকে সকলের কাছে পৌঁছে দেবে। ১০০ জিবির এই বিনামূল্যের স্টোরেজে ছবি, ভিডিও, ডকুমেন্ট অর্থাৎ সমস্ত ডিজিটাল কনটেন্ট নিরাপদে রাখতে পারবেন ইউজাররা।
এই অফারের সুবিধা পেতে হলে কী করতে হবে। বলা হচ্ছে, এর জন্য সামান্য কয়েকটি স্টেপ পেরতে হবে। তবে এখনই সেসম্পর্কে কিছু বলা হয়নি। কিন্তু লঞ্চের আগেই তা জানানো হবে। যা অনুসরণ করলেই ইউজারদের হাতের মুঠোয় চলে আসবে জিও এআই-ক্লাউড।

[আরও পড়ুন: CBI হাজিরার পরই গুরুতর অসুস্থ সন্দীপ ‘ঘনিষ্ঠ’ দেবাশিস, ভর্তি ICU-তে]

তবে এই ক্লাউড স্টোর হাতে চলে এলে ব্যক্তিগত স্টোরেজ হিসেবেই কেবল নয়, একে ব্যবহার করা যাবে অন্যভাবেও। যার মধ্যে রয়েছে-

জিও টিভিওএস: জিও সেট টপ বক্সের জন্যই এই অপারেটিং সিস্টেম চালু করা হয়েছে। যা অনেক বেশি ফাস্ট।

জিও ফোনকল এআই: এই নয়া ফোন পরিষেবায় এআইয়ের সহায়তায় ফোন কল করা যাবে। ইউজাররা প্রতিটি কল রেকর্ড, স্টোর, ট্রান্সক্রাইব ইত্যাদি সবই করা যাবে। আর এই সমস্ত তথ্যই ম্যানেজ করা যাবে জিও ক্লাউডের সাহায্যে। এছাড়াও জিওটিভি+, জিওহোম আইওটির ডেটাও ম্যানেজ করতে সাহায্য করবে জিও ক্লাউড।

[আরও পড়ুন: পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করে খুন ব্যবসায়ীকে, চাঞ্চল্য নিউটাউনে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সদ্যই এক বড় ঘোষণা করেছেন মুকেশ আম্বানি। রিলায়েন্সের ৪৭তম বার্ষিক সাধারণ সভায় আম্বানির ঘোষণা, আসছে জিও ব্রেন।
  • সেই সঙ্গেই তিনি জানিয়ে দিয়েছেন, জিও ইউজাররা পাবেন ১০০ জিবি পর্যন্ত ক্লাউড স্টোরেজ।
  • এই ক্লাউড স্টোর হাতে চলে এলে ব্যক্তিগত স্টোরেজ হিসেবেই কেবল নয়, একে ব্যবহার করা যাবে অন্যভাবেও।
Advertisement