shono
Advertisement

ব্লিঙ্কেন বন্ধুত্বের কথা বললেও বেসুরো বাইডেন, ‘একনায়ক’ জিনপিংকে তোপ

ব্লিঙ্কেনের দু’দিনের চিন সফরের পরই এই মন্তব্য মার্কিন প্রেসিডেন্টের।
Posted: 01:54 PM Jun 21, 2023Updated: 01:56 PM Jun 21, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন (US) বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেনের (Antony Blinken) চিন সফরের পরই আক্রমণাত্মক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। চিনের প্রেসিডেন্টকে ‘একনায়ক’ বলে কটাক্ষ করতে দেখা গেল তাঁকে।

Advertisement

চলতি বছরের জানুয়ারি মাসেই আমেরিকার আকাশে গুপ্তচর বেলুন পাঠানোর অভিযোগ উঠেছিল চিনের বিরুদ্ধে। তারপর থেকেই দুই দেশের সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে। এই পরিস্থিতিতে ব্লিঙ্কেনের দু’দিনের চিন সফরের দিকে নজর ছিল ওয়াকিবহাল মহলের। সেখানে পৌঁছে ব্লিঙ্কেন জানিয়েছিলেন, স্বাধীন তাইওয়ান নয়, ‘এক চিন’ নীতিতেই বিশ্বাস করে আমেরিকা। নিঃসন্দেহে এই মন্তব্যে চিন খুশি হয়েছিল। ব্লিঙ্কেনের এহেন বন্ধুত্বের বার্তার মধ্যেই সুর চড়ালেন বাইডেন।

[আরও পড়ুন: গৃহহীন মহিলাদের দেখে হাসি! প্রকাশ্যে ইঞ্জিনিয়ারকে চড় মহারাষ্ট্রের মহিলা বিধায়কের]

মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, চিনের গুপ্তচর বেলুন ইস্যুতে অস্বস্তিতে পড়েছিলেন জিনপিং। উল্লেখ্য, সোমবারই ব্লিঙ্কেন বলেছিলেন, এই অধ্যায় শেষ করতে চায় হোয়াইট হাউস। কিন্তু তারপরই ফের বাইডেনের মুখে এই প্রসঙ্গ। কেন তিনি আচমকা এভাবে জিনপিংকে আক্রমণ করলেন তা এখনও বোঝা যায়নি।

ক্যালিফোর্নিয়ায় এক অনুষ্ঠানে এই প্রসঙ্গে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ”চিনের বেলুনটিকে যখন গুলি করে নামানো হয় সেই সময় হতাশ হয়েছিলেন জিনপিং। একনায়করা এসব ক্ষেত্রে অস্বস্তি পড়েনই। যখন তাঁর ঠিক বুঝে উঠতে পারেন না কী ঘটছে।” জিনপিং এখনও বাইডেনের এই মন্তব্যের পালটা কোনও মন্তব্য করেননি। তিনি এপ্রসঙ্গে মুখ খুলে কী বলেন, সেদিকেই আপাতত নজর ওয়াকিবহাল মহলের।

[আরও পড়ুন: স্ত্রীর অত্যাচারে অতিষ্ঠ, বদলা নিতে পরিবারের সবাইকে খুন! শেষে নিজেও আত্মঘাতী যুবক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement