গোবিন্দ রায়: ব্রিজ কোর্স শেষ না করে কীভাবে চাকরি? প্রাথমিক শিক্ষা পর্ষদের রিপোর্ট তলব করল কলকাতা হাই কোর্ট। আগামী ১৮ আগস্টের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
২০১৪ সালের টেট উত্তীর্ণরা ২০২০ সালের নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পান। মামলাকারীর আইনজীবীর দাবি, যাঁরা চাকরি পেয়েছেন তাঁরা ব্রিজ কোর্স শেষ করেননি। বি ক্যাটেগরির বেতন পান। ব্রিজ কোর্স না শেষ হওয়া সত্ত্বেও কীভাবে চাকরি পান তাঁরা, সে প্রশ্ন করেন মামলাকারীর আইনজীবী। চাকরি থেকে তাঁদের বরখাস্ত করারও দাবি জানান মামলাকারীর আইনজীবী।
[আরও পড়ুন: লিভ ইন পার্টনারের ২ সন্তানকে সেতু থেকে ধাক্কা যুবকের! ঝুলন্ত অবস্থাতেই ১০০ ডায়াল কিশোরীর]
এই মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রশ্ন, “ব্রিজ কোর্স সম্পন্ন না করে কীভাবে চাকরি পাওয়া সম্ভব?” আগামী ১৮ আগস্টের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ বিচারপতি। সোমবার রাজ্যের তরফে কিছু বলা হয়নি। পরবর্তী শুনানির দিন বক্তব্য পেশের সম্ভাবনা।