সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরের শুরুটা একটা অসাধারণ ছবি দিয়ে করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। ‘বিজয়া’। তারপর ‘নগরকীর্তন’-ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। আর হবে না-ই বা কেন? একাধিক জাতীয় পুরস্কার রয়েছে এই ছবির ঝুলিতে। এবার পরিচালকের যে ছবিটি মুক্তি পেতে চলেছে, তার নাম ‘জ্যেষ্ঠপুত্র’। ১২ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির। কিন্তু এখন পিছিয়ে গিয়েছে ছবি মুক্তির দিন। ২৬ এপ্রিল মুক্তি পাবে ছবিটি।
ছবির অনুপ্রেরণা ‘অন্য নায়ক’। পরিচালক ঋতুপর্ণ ঘোষ এই ছবির চিত্রনাট্য লিখেছিলেন। কিন্তু ছবি বানানোর আগেই পরপারে চলে যান তিনি। জানা গিয়েছে, ‘আরেকটি প্রেমের গল্প’ ছবি চলাকালীন ‘অন্য নায়ক’ নিয়ে কথা হয়েছিল কৌশিক ও ঋতুপর্ণর। কিন্তু তারপর কাজ আর এগোয়নি। ঋতুপর্ণর চিত্রনাট্যের খসড়া নিয়েই শুরু হয় ‘জ্যেষ্ঠপুত্র’ ছবির চিত্রনাট্য লেখার কাজ। ছবির গল্প দুই ভাইকে নিয়ে। জ্যেষ্ঠপুত্র একজন সেলেব্রিটি। কনিষ্ঠ সাধারণ মানুষ। জ্যেষ্ঠপুত্রের চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অনুজের চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী।
[ দোলের উপহার? ইন্টারনেটে ঝড় তুলেছে শার্লিনের নগ্ন ছবি ]
কৌশিকের স্ত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়ের ছবি ‘তারিখ’-এর মুক্তি ১২ এপ্রিল। চূর্ণীর ছবিটি জেনওয়াইয়ের সোশ্যাল মিডিয়ার প্রতি অমোঘ আকর্ষণের প্রতিফলন দেখিয়েছে৷ আশপাশের মানুষদের কাছাকাছি না থাকতে পারলেও, ভারচুয়ালি একে অপরের পাশে রয়েছে একঝাঁক কিশোর-কিশোরী৷ ছবির ট্রেলারে তা ইতিমধ্যেই দেখা গিয়েছে। ছবিতেও সেই গল্প তুলে ধরা হবে। এই ছবিতেও অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী।
মনে করা হচ্ছে, একই দিনে ‘তারিখ’ ও ‘জ্যেষ্ঠপুত্র’ মুক্তি পেলে দু’টি ছবির বক্স অফিসে প্রভাব পড়তে পারে। তাই পিছিয়ে দেওয়া হয়েছে কৌশিকের ছবি ‘জ্যেষ্ঠপুত্র’ মুক্তির দিন। এখনও পর্যন্ত ঠিক হয়েছে ১২ এপ্রিল মুক্তি পাবে চূর্ণী গঙ্গোপাধ্যায়ের ‘তারিখ’ আর কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘জ্যেষ্ঠপুত্র’ মুক্তি পাবে ২৬ এপ্রিল।
[ অভিনব কায়দায় মাদক পাচারের চেষ্টা, গ্রেপ্তার টলিউড অভিনেত্রী ]
The post চূর্ণীর ছবির সঙ্গে সংঘাত, পিছিয়ে গেল কৌশিকের ‘জ্যেষ্ঠপুত্র’ মুক্তির দিন appeared first on Sangbad Pratidin.