shono
Advertisement

‘জাতীয় সংকট নয়, সিনেমা তৈরির উদ্দেশ্যটা বুঝুন’, ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে অন্য সুর কমল হাসানের

সর্বভারতীয় সংবাদ সংস্থার আলোচনা সভায় নিজের বক্তব্যের ব্যাখ্যাও দিলেন দক্ষিণী সুপারস্টার।
Posted: 09:40 PM Jun 03, 2023Updated: 09:42 PM Jun 03, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের সিনে জগতে এখনও যথেষ্ট আলোচিত বিতর্কিত ছবি ‘দ্য কেরালা স্টোরি’। লাভ জিহাদ-ধর্মান্তকরণের মতো স্পর্শকাতর ইস্যু নিয়ে বাঙালি পরিচালকের তৈরি ছবিটি দেশের দু, একটি রাজ্যে নিষিদ্ধ। বাংলাতেও ছবিটি প্রথমে নিষিদ্ধ ঘোষণা করা হয়। তবে পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও সেভাবে দর্শক টানতে পারেনি সুদীপ্ত সেনের ছবিটি। এই সিনেমাকে অনেকেই ‘ইসলামোফোবিয়া’ বলে মনে করছেন। কারও মতে, এ ধরনের সিনেমা একেবারেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। দক্ষিণী সুপারস্টার কমল হাসান (Kamal Hassan) এই ছবিটিকে ‘প্রোপাগান্ডা ফিল্ম’ বলেই প্রথমে মন্তব্য করেছিলেন। কিন্তু এবার তাঁর সুর অনেকটা নরম। শনিবার এক আলোচনা সভায় কমল হাসান বললেন, ”জাতীয় সংকটের কথা নয়. ছবি তৈরির উদ্দেশ্যটা বুঝতে হবে। কোনও বিশ্বাস-অবিশ্বাস থেকে এই সিনেমা দেখা উচিত নয়।”

Advertisement

শনিবার এক সর্বভারতীয় সংবাদ সংস্থার দক্ষিণ শাখার আলোচনা সভায় আমন্ত্রিত ছিলেন দক্ষিণী (South Indian Superstar) সুপারস্টার। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি ছবির উপর নিষেধাজ্ঞা (Ban) জারির বিরোধিতা করেন। তার ব্যাখ্যাও দেন। কমল হাসানের কথায়, ”দ্য কেরালা স্টোরির মতো ছবি দেখতে যাওয়ার আগে দর্শকদের মনে রাখতে হবে, কোনও বিশ্বাস বা অবিশ্বাস নিয়ে ছবিটা দেখা উচিত নয়। কোনও ছবির উপর নিষেধাজ্ঞা জারি হলে তার উদ্দেশ্যটা বুঝতে হবে। আমি নিজে নিষেধাজ্ঞারক বিরোধী। যদিও তামিলনাডুতে আমার ছবি ‘বিশ্বরুপম’ (Vishwaroopam)-এর উপরই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। পরে আইনি পথে হেঁটে ছবিটি মুক্তি পায়।”

[আরও পড়ুন: দেশের প্রথম 5G অ্যাম্বুল্যান্স কলকাতায়, হাসপাতালে পৌঁছনোর আগেই শুরু চিকিৎসা]

যদিও ‘দ্য কেরালা স্টোরি’র (The Kerala Story) সমালোচনা জারি রেখেছেন কমল হাসান। তাঁর বক্তব্য, ”আমি নিজে ছবিটি দেখিনি। তবে যেভাবে সকলে আলোচনা করছে, তাতে বুঝেছি যে গন্ডগোল একটা আছে। ইসলামিক জেহাদ নিয়ে এখানে ‘সত্য অবলম্বনে নির্মিত ছবি’ বলে যা দেখানো হয়েছে, তা ঠিক নয়। তথ্যে গরমিল আছে। এমনিতে সিনেমার প্রদর্শন বন্ধ করা সমর্থনযোগ্য নয়। তবে এমন ছবিও বেশি তৈরি না হওয়াই ভাল, যা জাতীয় সংকটের নামে অসত্য তথ্য খুব প্রকটভাবে তুলে ধরে।”

[আরও পড়ুন: রেল দুর্ঘটনার দায় নিয়ে ‘নিঃশব্দে’ সরে গিয়েছিলেন লালবাহাদুর, আজও স্মরণীয় সেই ইতিহাস]

‘দ্য কেরালা স্টোরি’  নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে। তথ্য বিকৃতির হাজারও অভিযোগ উঠেছে। উপরন্তু ছবি বানানোয় আদৌ কোনও শিল্প নেই বলেও অনেকেই সমালোচনা করেছেন। তা নিয়ে বলিউডও দ্বিধাবিভক্ত। শক্তিশালী অভিনেতা, পরিচালকের পাশাপাশি রাজনৈতিক সচেতন মানুষ হিসেবে কমল হাসানও ছবির উপস্থাপনার বিরোধিতা করেছিলেন। তবে এবার তাঁর সুর একটু যেন অন্যরকম শোনাল। এবার তিনি বার্তা দিলেন দর্শকদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement