shono
Advertisement

Breaking News

রাহুলই ২০২৪-এ বিরোধীদের প্রধানমন্ত্রিত্বের মুখ, হঠাৎই দাবি কমল নাথের

এই প্রথম হাত শিবিরের কোনও নেতা রাহুলকে এমন উচ্ছ্বাসে ভরিয়ে দিলেন।
Posted: 12:52 PM Dec 31, 2022Updated: 12:52 PM Dec 31, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪ সালের লোকসভায় বিরোধী মুখই কেবল নন, প্রধানমন্ত্রিত্বের মুখ রাহুল গান্ধী (Rahul Gandhi)। এমনই দাবি করলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ (Kamal Nath)। ভারত জোড়ো যাত্রার মতো দীর্ঘ কর্মসূচিতে রাহুলের যোগদানের প্রশংসা করতে গিয়ে এভাবেই পঞ্চমুখ হলেন তিনি। কার্যত এই প্রথম কংগ্রেস নেতৃত্বের কেউ আগামী লোকসভা নির্বাচনে রাহুলের ভূমিকা এমন দাবি করলেন।

Advertisement

সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে কমল নাথকে বলতে শোনা গিয়েছে, ”২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রসঙ্গে বলতে বলতে পারি, রাহুল গান্ধী কেবল বিরোধীপক্ষের মুখই নন। তিনি প্রধানমন্ত্রিত্বের দাবিদার। রাহুল ক্ষমতার জন্য রাজনীতি করেন না, করেন দেশের মানুষদের জন্য। তাঁরাই ওঁকে ক্ষমতায় আনবেন।”

[আরও পড়ুন: বছরের শেষে ভয়াবহ দুর্ঘটনা গুজরাটে, বাস-গাড়ির সংঘর্ষে মৃত অন্তত ৯]

সেই সঙ্গে ভারত জোড়ো যাত্রা প্রসঙ্গে তাঁর দাবি, সারা বিশ্বের ইতিহাসে এমন দীর্ঘ পদযাত্রার নজির আর নেই। গান্ধী পরিবার দেশের জন্য যে বলিদান দিয়েছে তাও বেনজির, জানাচ্ছেন কমল। প্রসঙ্গত, ভারত জোড়ো যাত্রায় ১০০ দিন পেরিয়ে গিয়েছে। এই যাত্রাকে ঘিরে কংগ্রেস প্রথম থেকেই উচ্চাকাঙ্ক্ষী। বিশেষ করে রাহুল গান্ধী। কিছুদিন আগেই তাঁকে বলতে শোনা যায়, এই যাত্রা শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচি নয়। তাঁর কাছে এই যাত্রা ব্যক্তিগত। নিজেকে ও এই ‘সুন্দর’ দেশকে ভাল করে বুঝতে চাওয়াও তাঁর এই যাত্রায় অংশ নেওয়ার উদ্দেশ্য। শুরু থেকেই গোটা যাত্রার নেতৃত্ব দিচ্ছেন রাহুল।

যাত্রা চলাকালীন রাহুল কোনও রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেননি। এমনকী গুজরাট ও হিমাচল বিধানসভা নির্বাচনের প্রচারেও তিনি যাননি। আসলে রাহুল ‘ভারত জোড়ো’ যাত্রাকেই আপাতত নিজের ধ্যান জ্ঞান করে ফেলেছেন। এমনকী সংসদের শীতকালীন অধিবেশনেও যোগ দেননি প্রাক্তন কংগ্রেস সভাপতি। সেই যাত্রা নিয়ে মুখ খুলে এমন প্রশস্তি শোনা গেল হাত শিবিরের বর্ষীয়ান নেতার মুখে। কিন্তু এই প্রশস্তি কি সত্য়িই রাহুলের প্রতি তাঁর মনোভাব নাকি গান্ধী পরিবারকে খুশি করার কৌশল, তা নিয়ে কৌতূহলী ওয়াকিবহাল মহল।

[আরও পড়ুন: পঞ্চমবার ভাঙল পরীমণির সংসার, ‘ওর জীবনটা আমার মতো’ অভিনেত্রীর পাশে তসলিমা]

এদিকে জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে নাম না করেই তাঁকে ‘বিশ্বাসঘাতক’ বলে খোঁচা দিতে দেখা যায় তাঁকে। তিনি বলেন, ”আমি কারও নাম নেব না। কিন্তু দলের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছে, কর্মীদের বিশ্বাস ভেঙেছে সেই সব ‘প্রতারক’দের কোনও স্থান নেই দলে নেই।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement