shono
Advertisement

দলছুটরা কান ধরে ফিরবে, ২ মে’র পর মিলিয়ে নেবেন, প্রচারে বিস্ফোরক কাঞ্চন

দেখুন তারকা প্রার্থীর প্রচারের ভিডিও।
Posted: 08:25 PM Mar 13, 2021Updated: 05:57 PM Mar 17, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলছুটরা কান ধরে ফিরবে। ২ মে’র পর মিলিয়ে নেবেন। প্রচারের মঞ্চে এমন মন্তব্যই করলেন উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)। একই মঞ্চে ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। তাঁকে সাক্ষী রেখেই একথা বলেন টলিউড অভিনেতা। সেই বক্তব্যের ভিডিও শেয়ার করেছেন নিজের ফেসবুক (Facebook) প্রোফাইলে।

Advertisement

ভিডিওয় কাঞ্চন জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশেই হুগলির উত্তরপাড়া (Uttarpara) কেন্দ্রে তিনি লড়তে এসেছেন। এরপরই বলেন, “আমি বাইরে রোগা, ভিতরে দারোগা। মরব, একবার মরব। যদি কেউ মারে এখানে মেরে দেখাক।” নিজেকে নেতা মনে করেন না বলেই কাঞ্চন। তাঁর মতে, তিনি একজন কর্মী মাত্র। জানান, থিয়েটার, সিনেমা কিংবা সিরিয়ালের জগতে তাঁকে যাঁরা চেনেন, তাঁরা জানেন, কাঞ্চন মল্লিক নিজেকে চলচ্চিত্র শিল্পের কর্মী হিসেবে মনে করেন।

[আরও পড়ুন: ‘কারও প্রেমিকা হলেই বলিউডে সুযোগ আসে না’, একান্ত সাক্ষাৎকারে কাকে বিঁধলেন সায়নী?]

এরপরই দলছুটদের প্রসঙ্গ তোলেন তৃণমূলের তারকা প্রার্থী। জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মানুষ যিনি মাথা উঁচু করে বাঁচতে পারেন, আবার মাথা নিচু করে শিখতে পারেন। যাঁরা মাথা নিচু করে শিখতে পারেননি তারাই দল থেকে বেরিয়ে গিয়েছেন বলে মনে করেন কাঞ্চন। তাঁর মতে, যাঁরা বেরিয়ে গিয়েছেন বা দলছুট তাঁরা কান ধরে ফিরে আসতে চাইবেন। “২ তারিখের পর মিলিয়ে নেবেন”, বলেও মন্তব্য করেন কাঞ্চন মল্লিক। তবে সেই সময় তাঁদের না ফেরানোর আবেদন করবেন বলেও জানান।  প্রার্থী তালিকায় নাম ওঠার পর থেকেই প্রচারে নেমে পড়েছেন তৃণমূলের তারকা প্রার্থী। উত্তরপাড়ার মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে প্রচার সারছেন তিনি।  তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবেই লড়তে এসেছেন বলে ভোট চাইছেন টলিউড তারকা। পাশাপাশি আপদে-বিপদে উত্তপাড়ার মানুষের পাশে থাকার আশ্বাসও দিচ্ছেন। 

[আরও পড়ুন: অঙ্কুশ-ঐন্দ্রিলার আপ্তসহায়কের মৃত্যুর ঘটনায় রাজস্থান থেকে গ্রেপ্তার ব্ল্যাকমেলার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement