shono
Advertisement

কোথায় গেল দেশভক্তি, বিজেপির বিরুদ্ধে জাতীয় সংগীত অবমাননার অভিযোগ রাহুলের

প্রধানমন্ত্রী ও তাঁর দল শুধু আরএসএসকে সম্মান দিতে জানে, কটাক্ষ রাহুলের The post কোথায় গেল দেশভক্তি, বিজেপির বিরুদ্ধে জাতীয় সংগীত অবমাননার অভিযোগ রাহুলের appeared first on Sangbad Pratidin.
Posted: 06:44 PM May 19, 2018Updated: 06:59 PM May 19, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্ণাটক নির্বাচনের স্বপ্নভঙ্গ হওয়ার পর ফের বিজেপিকেই আক্রমণ করলেন রাহুল গান্ধী৷ এবার সরাসরি বিজেপির প্রাতিষ্ঠানিকতাকেই চ্যালেঞ্জ জানালেন কংগ্রেস সভাপতি৷ রাহুলের অভিযোগ, কর্ণাটক বিধানসভায় বিজেপি ৪৮ ঘণ্টার মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা জাতীয় সংগীতের অবমাননা করেছেন৷ শুধু ইয়েদুরাপ্পাই নয়, প্রোটেম স্পিকার বোপ্পাইয়া ও বিজেপি বিধায়করাও জাতীয় সংগীত চলাকালীন উঠে দাঁড়াননি বলেও অভিযোগ তোলেন তিনি৷

Advertisement

[কর্ণাটকে বিজেপির স্বপ্নভঙ্গের নেপথ্যে আঞ্চলিক ফ্রন্টের জয়, জোটের পাশে মমতা]

শনিবার আস্থা ভোটের অধিবেশনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা তাঁর বিদায়ী ভাষণ দিতে শুরু করেন৷ প্রথা অনুযায়ী, অধিবেশন শেষ হতেই জাতীয় সংগীত বাজানোর রীতি৷ এদিন, ঠিক তাই করা হয়েছিল৷ কিন্তু অভিযোগ, ভাষণ শেষে জাতীয় সংগীত চলাকালীন অধিবেশন কক্ষ ছেড়ে ইয়েদুরাপ্পা বেরিয়া যান৷ ইয়েদুরাপ্পার পিছু নেন, অন্য বিধায়করা৷ জাতীয় সংগীত চলাকালীন বিজেপি বিধায়করা ইয়েদুরাপ্পাকে বিদায় জানান৷ তবে, বিজেপি বিধায়কদের ধৃষ্টতা দেখা দিলেও কংগ্রেস-সহ অন্য বিধায়করা নিজের আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে জাতীয় সংগীতে গলা মেলাতে শুরু করেন৷

[বিনা যুদ্ধেই জমি ছাড়লেন ইয়েদি, জয়ের উচ্ছ্বাস জোট শিবিরে]

এদিনের এই ঘটনার প্রসঙ্গ টেনে সাংবাদিক বৈঠক করে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ কর্ণাটক নির্বাচনে বিজেপির স্বপ্নভঙ্গের পর কংগ্রেসের ডাকা সাংবাদিক বৈঠকের শুরুতে বিজেপির বিরুদ্ধে জাতীয় সংগীত অবমাননার অভিযোগ তোলেন তিনি৷ মোদি ও শাহের দলের প্রাতিষ্ঠানিকতা নিয়েও প্রশ্ন তোলেন৷ বলেন, ‘‘আজ একটি খুব দুঃখজনক ঘটনার মুখোমুখি হলাম আমরা৷ জাতীয় সংগীত চলাকালীন বিজেপির নেতারা সভাকক্ষ ছেড়ে বেড়িয়ে গেলেন৷ ফলে, বিজেপি যে বিধানসভা কিংবা সংসদ কোনও প্রতিষ্ঠানকে সম্মান দিতে শেখেনি, এবং জাতীয় সংগীতকেও সম্মান দিতে শেখেনি, তা আরও একবার প্রমাণিত হল’’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করতে গিয়ে রাহুল বলেন, ‘‘মোদিজি এব্যাপারে ভীষণ প্রশিক্ষিত৷ তিনি জানেন, আরএসএস ছাড়া অন্য কোনও প্রতিষ্ঠানকে সম্মান দিতে নেই৷ না লোকসভা, না রাজ্যসভা, না সুপ্রিম কোর্ট৷’’

[বিধায়ককে মন্ত্রিত্বের টোপ খোদ ইয়েদুরাপ্পার, বিস্ফোরক অডিও টেপে দাবি কংগ্রেসের]

যদিও, দেশভক্তির জিগিড় তুলে গত ২০১৪ সালের নির্বাচনে জাতীয় রাজনীতিতে বিজয় রথ ছুটিয়েছিল বিজেপি৷ আগামী ২০১৯-এর নির্বাচনেও  ‘হিন্দুত্বে’র পাশাপাশি পার্টি লাইন মেনে জাতীয়তাবাদের মতো গরমাগরম ইস্যুকেও খুঁচিয়ে তুলতে চাইছে গেরুয়া শিবির৷ ফলে, বিজেপির ভোটে জেতার ‘হিন্দুত্ব’ ও ‘জাতীয়তাবাদে’র জাদুকাঠি ভোঁতা করতে এখন থেকে আদাজল খেয়ে মাঠে নামতে চাইছেন রাহুল৷ মত রাজনৈতিক পর্যবেক্ষক মহলের একাংশের৷

The post কোথায় গেল দেশভক্তি, বিজেপির বিরুদ্ধে জাতীয় সংগীত অবমাননার অভিযোগ রাহুলের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement