shono
Advertisement

ভোটপ্রচারে গিয়ে তাড়া তাড়া পাঁচশোর নোট ওড়ালেন কর্ণাটকের কংগ্রেস সভাপতি, ভাইরাল ভিডিও 

ভোট কিনতে চাইছে কংগ্রেস, তোপ শাসক বিজেপির।
Posted: 05:15 PM Mar 29, 2023Updated: 05:15 PM Mar 29, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ১০ সেপ্টেম্বর কর্ণাটকে (Karnataka) ভোট। বর্তমানে নির্বাচনী প্রচারে সরগরম রাজ্য। এরই মধ্যে দলের প্রচারে বেরিয়ে বিতর্কে জড়ালেন কর্নাটকের কংগ্রেস (Congress) প্রধান ডিকে শিবকুমার (DK Shivakumar)। মঙ্গলবার একটি নির্বাচনী প্রচারে তাঁকে টাকা ওড়াতে দেখা গেল। সেই টাকা কুড়োতে হুড়োহুড়ি পড়ে গেল জনতার মধ্যে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। ঘটনা প্রকাশ্যে আসতেই বিতর্কের ঝড় উঠেছে রাজ্যে। শাসক দল বিজেপির (BJP) কটাক্ষ, টাকা দিয়ে ভোট কিনতে চাইছে কংগ্রেস। যোগ্য জবাব দেবে মানুষ।

Advertisement

মঙ্গলবার কর্নাটকের মান্ড্য জেলার বেভিনাহাল্লিতে প্রচারে গিয়েছিলেন কংগ্রেস নেতা ডিকে শিবকুমার। দলীয় কর্মসূচি অনুযায়ী ‘প্রজা ধ্বনি যাত্রা’য় অংশ নেন তিনি। উল্লেখ্য, মান্ড্য এলাকায় ভোক্কালিগা সম্প্রদায়ের প্রভাব রয়েছে। শিবকুমার নিজেও এই সম্প্রদায়েরই প্রতিনিধি। স্থানীয়দের মন পেতেই এদিন প্রচারে বেরিয়েছিলেন কংগ্রেস নেতা। সেখানেই তাঁর বিরুদ্ধে টাকা ওড়ানোর অভিযোগ উঠল।

[আরও পড়ুন: খুশির হাওয়া কুনো জাতীয় উদ্যানে, চার শাবকের জন্ম দিল নামিবিয়া থেকে আসা চিতা]

ভিডিওতে দেখা গিয়েছে, একটি হুড খোলা বাসে দাঁড়িয়ে শিবকুমার এবং তাঁর সঙ্গীরা। বাসের আশেপাশে হাঁটতে হাঁটতে চলেছেন দলীয় কর্মীরা। জনতার ভিড় ঠাসা রাস্তা। পিছনেও দলীয় সমর্থক ভরতি কতগুলি গাড়ি। তার মধ্যেই দেখা যায়, তাড়া তাড়া ৫০০ টাকার নোট ওড়াচ্ছেন নেতা। জানা গিয়েছে, নির্বাচনী সমাবেশের গাড়ির পাশে উপস্থিত শিল্পীদের উপর পাঁচশো টাকার নোট ওড়ান শিবকুমার।

এই ভিডিও প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় উঠেছে রাজ্যে। শাসক দল বিজেপি প্রশ্ন তুলেছে, কীভাবে একজন প্রার্থী নির্বাচনে প্রচারে বেরিয়ে টাকা ওড়াতে পারেন। ভোটারদের প্রভাবিত করার চেষ্টারও অভিযোগ আনা হয়েছে ডিকে শিবকুমারের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের (Basavaraj Bommai) তোপ, “তিনি এবং তাঁর দল মনে করেন কর্ণাটকের মানুষ ভিক্ষুক। আসন্ন বিধানসভা নির্বাচনে এই মানুষই কংগ্রেসকে উচিত পাঠ শেখাবে।”

[আরও পড়ুন: অমিত শাহর সঙ্গে সাক্ষাতে CAA চালুর দাবি বঙ্গ বিজেপির, সবুর করার বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর]

আগামী ১০ মে ২২৪ আসনের কর্ণাটকে বিধানসভা নির্বাচন। ফলাফল জানা যাবে ১৩ মে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২০ এপ্রিল। ২১ এপ্রিল পর্যন্ত মনোনয়ন তুলে নেওয়ার সময় পাবেন প্রার্থীরা। ডি কে শিবকুমারের ঘটনায় বড়সড় অস্বস্তিতে পড়ল কর্ণাটক কংগ্রেস।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement