সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিও সিনেমার হয়ে এবারের আইপিএলে মারাঠীতে ধারাভাষ্য দিচ্ছিলেন তিনি। সেই তাঁকেই আবার দেখা যাবে চলতি মেগা টুর্নামেন্টে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে এবার খেলতে দেখা যাবে তাঁকে। এত পর্যন্ত পড়ার পরে অনেকেই অবাক হতে পারেন। ধারাভাষ্যকারের ভূমিকা থেকে ফের ক্রিকেটার হিসেবে আইপিএলে প্রত্যাবর্তন ঘটছে কেদার যাদবের। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাঁকে দলে নিয়েছে।
আরসিবি-র ইংলিশ অলরাউন্ডার ডেভিড উইলি চোটের জন্য ছিটকে গিয়েছেন আইপিএল থেকে। তাঁর জায়গায় কেদার যাদবকে নিয়েছে বিরাট কোহলি-ফ্যাফ ডু প্লেসির দল।
[আরও পড়ুন: ‘বিমানবন্দর থেকে আমাকে নিতে এসেছিল শামি’, কেকেআরের দিনগুলিতে ফিরে যাচ্ছেন প্রাক্তন কোচ]
উল্লেখ্য, ২০১০ সালে কেদার যাদবের অভিষেক ঘটে আইপিএলে। আইপিএলে ৯৩টি ম্যাচ থেকে ১১৯৬ রান করেন। এর আগে আরসিবি-র হয়েও খেলেছেন কেদার যাদব। ২০১৬ এবং ২০১৭ সালে আরসিবির হয়ে ১৭টি ম্যাচ খেলেছিলেন তিনি।
ডেভিড উইলি আরসিবি-র হয়ে চারটি ম্যাচ খেলেছেন। তিনটি উইকেট নেন তিনি।
২০২১ সালের আইপিএলে শেষবার দেখা গিয়েছে কেদার যাদবকে। এবারের টুর্নামেন্টের আগে অনুষ্ঠিত নিলামে কেদার যাদব অবিক্রিত ছিলেন।
এবারের টুর্নামেন্টে আরসিবি-র ব্যাটিং বিভাগ খুবই দুর্বল। বিরাট কোহলি, ফ্যাফ ডু প্লেসি ও গ্লেন ম্যাক্সওয়েল আউট হয়ে গেলে ধস নামছে ব্যাঙ্গালোরের ব্যাটিং অর্ডারে। নিচের দিকে নেমে দীনেশ কার্তিক ভরসা দিতে পারছেন না দলকে। ফলে মিডল অর্ডারে এমন একজনকে দরকার আরসিবির যিনি ভরসা দিতে পারবেন। কিন্তু পুরোদস্তুর ধারাভাষ্যকার হয়ে যাওয়া কেদার যাদব কি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শিবিরকে স্বস্তি এনে দিতে পারবেন?