shono
Advertisement

মাসে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে, কেজরিওয়ালের ঘোষণায় স্বস্তিতে দিল্লিবাসী

ভোটের আগে কল্পতরু কেজরি, কটাক্ষ বিরোধীদের।
Posted: 08:08 PM Aug 01, 2019Updated: 08:08 PM Aug 01, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  রাজধানীতে বিদ্যুৎ পরিষেবা আরও সুলভ করতে ২০০ ইউনিট পর্যন্ত নিখরচায় করে দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ বৃহস্পতিবারই তিনি ঘোষণা করেছেন, মাসে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ খরচের ক্ষেত্রে কোনও মূল্য দিতে হবে না৷ তাঁর এই ঘোষণায় স্বভাবতই খুশি দিল্লিবাসী৷

Advertisement

[আরও পড়ুন: খাদ্য তালিকায় ‘হালাল’ কেন? প্রশ্ন তুলে জোম্যাটোকে বয়কটের ডাক হিন্দুত্ববাদীদের]

তবে রাজধানীতে বসবাসকারীদের জন্য সুখবর আরও আছে৷ প্রতি মাসে ব্যবহৃত বিদ্যুতের পরিমাণ যদি ২০১ থেকে ৪০০ ইউনিট পর্যন্ত হয়, তাহলে অর্ধেক দাম দিতে হবে৷ বিদ্যুৎ পরিষেবায় দিল্লি সরকার ৫০ শতাংশ ভরতুকি দেওয়া চালু করায় খরচ এতটা কম করা সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন কেজরিওয়াল৷ তাঁর কথায়, ‘এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত৷’ সংবাদিক সম্মেলনে তিনি আরও বলেন, ‘ভিআইপি, রাজনীতিকরা বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা পেলে কোনও প্রশ্ন ওঠে না৷ তাহলে সাধারণ মানুষ বঞ্চিত হবেন কেন? আমি কি এই পদক্ষেপ নিয়ে ভুল করলাম? তা আপনারাই বলবেন৷’

বিশেষজ্ঞরা বলছেন, কেজরিওয়ালের এই সিদ্ধান্তের ফলে রাজধানীর অন্তত ৩৩ শতাংশ মানুষ গ্রীষ্মে বিদ্যুৎ পরিষেবা পেতে পারেন বিনামূল্যে৷ আর শীতকালে ব্যবহারকারীর হার বেড়ে ৭০ শতাংশ হতে পারে৷ কারণ, শীতে এমনিই বিদ্যুতের খরচ কম৷ উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া বলছেন, ‘শিক্ষা এবং স্বাস্থ্যের অধিকারের মতো বিদ্যুতের অধিকারও মানুষের ন্যূনতম চাহিদা এবং তা পূরণ হওয়া উচিৎ৷’ তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন, #PehleHalfAbMaaf – এই নামে৷

তবে কেজরিওয়ালের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আসরে নেমে গিয়েছে বিজেপি৷ তাঁদের দাবি, বিদ্যুতে সরকারি ভরতুকি দেওয়া কেজরিওয়ালের নিজের সিদ্ধান্ত নয়৷ বরং বিজেপির লাগাতার আন্দোলনের সাফল্য৷ বিজেপি নেতা মনোজ তিওয়ারির মন্তব্য, ‘ এর আগে সাধারণ মানুষের থেকে ৭ হাজার কোটি টাকা লুট করেছে কেজরি সরকার৷ ভোটের আগে সেসব ফিরিয়ে দিচ্ছেন৷ নাহলে আর কবে ফেরাবেন?’ তবে দিল্লিবাসী জানেন, খোদ রাজধানীতে বিদ্যুতের যে সমস্যা ছিল, কেজরি সরকারের হাত ধরেই তার সমাধান মিলেছে৷

[আরও পড়ুন: উন্নাও কাণ্ড: সুপ্রিম নির্দেশের পরেই জেলবন্দি বিধায়ককে বহিষ্কার করল বিজেপি]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement