shono
Advertisement

Breaking News

ধ্বংসের চিহ্ন নিয়েই ধীরে ধীরে ছন্দে ফিরছে ‘ঈশ্বরের আপন দেশ’

কেরলে আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই৷ The post ধ্বংসের চিহ্ন নিয়েই ধীরে ধীরে ছন্দে ফিরছে ‘ঈশ্বরের আপন দেশ’ appeared first on Sangbad Pratidin.
Posted: 02:26 PM Aug 22, 2018Updated: 02:56 PM Aug 22, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরলে কমেছে বৃষ্টি৷ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন কেরলের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই৷ কোঝিকোড়, আলেপ্পুঝার চেঙ্গানুর, ত্রিশূরের অবস্থার সেভাবে উন্নতি হয়নি৷ বহু জায়গা থেকে ধীরে ধীরে জল সরছে৷ ধ্বংসের চিহ্ন নিয়েই ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে দক্ষিণের রাজ্য৷  

Advertisement

[মান্দসৌরে নাবালিকা ধর্ষণে ফাঁসির সাজা ২ দোষীর]

স্বাভাবিকের পথে পরিবহণ পরিষেবা৷ এখনও কোচি বিমানবন্দরের রানওয়েতে জল জমে রয়েছে৷ নৌবাহিনীর বিমানঘাঁটি থেকে চলছে পণ্যবাহী ও যাত্রীবাহি বিমান৷ প্রায় ২২০ কোটি টাকার ক্ষতি হয়েছে বিমানবন্দরটির৷ জল, খাবারের পাশাপাশি পেট্রল ও ডিজেলবাহী জাহাজ পৌঁছেছে কোচি বন্দরে৷ তিরুবনন্তপুরম থেকে ২০০কিলোমিটার দূরে এর্নাকুলাম পর্যন্ত ট্রেন চলছে৷ কর্নাকুলাম, কোট্টায়াম, এর্নাকুলাম ও পালাক্কাড়, শোরানুর, কোঝিকোড়ে রেলপথ চালু রয়েছে৷ কিছুটা পরিবর্তন হয়েছে টেলিফোন ও বিদ্যুৎ পরিষেবারও৷ ৮৫ হাজারের মধ্যে ৭৭ হাজার মোবাইল টাওয়ার ফের চালু হয়েছে৷ কিন্তু ইদুক্কি জেলার টেলি যোগাযোগ ব্যবস্থা সেই তিমিরেই রয়ে গিয়েছে৷ কিছুটা উন্নতি হয়েছে বিদ্যুৎ পরিষেবার৷ তবে রাজ্যের বেশিরভাগ অংশে বিশুদ্ধ পানীয় জলের অভাব মেটেনি এখনও৷

[বন্যা দুর্গতদের জন্য পিঠ পেতে যুবক, ভাইরাল কেরলের ভিডিও]

জ্বর, মাথা যন্ত্রণা ও ত্বকের সমস্যায় ভুগছেন বন্যাবিধ্বস্তরা৷ মশাবাহিত রোগেও আক্রান্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে৷ ত্রাণশিবিরে থাকা বন্যার্তদের নিয়মিত চিকিৎসা করা হচ্ছে৷ এর্নাকুলাম, পাঠানামথিত্তা, ত্রিশূরে ঘুরে বেড়াচ্ছে মেডিক্যাল টিম৷ চিকিৎসকরা বলেন, ‘‘বন্যা নিয়ে রীতিমত উদ্বিগ্ন আমরা৷ জলের তোড়ে বহু মানুষ প্রাণ হারিয়েছেন৷ কিন্তু বন্যার পর কেউ শারীরিক অসুস্থতায় মারা যান, তা আমরা চাই না৷’’ মুম্বইয়ের জেজে হাসপাতাল, বিজে মেডিক্যাল কলেজ ও পুণের একটি হাসপাতাল থেকে ৯০ জন চিকিৎসক বন্যা বিপর্যস্তদের চিকিৎসায় এগিয়ে এসেছেন৷ চিকিৎসকদের দাবি, ‘‘জলজনিত ও মশাবাহিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা যেমন তৈরি হয়েছে, তেমনই বহু দুর্গতই ভুগছেন আতঙ্কে৷ বন্যার ক্ষয়ক্ষতি ভীষণভাবে নাড়া দিয়েছে দুর্গতদের৷ তাঁদেরও কাউন্সেলিং করা হচ্ছে৷’’

The post ধ্বংসের চিহ্ন নিয়েই ধীরে ধীরে ছন্দে ফিরছে ‘ঈশ্বরের আপন দেশ’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement