shono
Advertisement

গরুর গাড়িতে ধাক্কা বাইকের, কেতুগ্রামে পিটিয়ে খুন যুবককে

লোহার রড ও বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ৷ The post গরুর গাড়িতে ধাক্কা বাইকের, কেতুগ্রামে পিটিয়ে খুন যুবককে appeared first on Sangbad Pratidin.
Posted: 01:47 PM Jun 28, 2018Updated: 02:17 PM Jun 28, 2018

ধীমান রায়, কাটোয়া: গো-রক্ষার নামে তাণ্ডব ও পিটিয়ে খুনের খবরে উত্তাল হয়ে উঠেছিল দেশ৷ গো-মাংস রাখার অপরাধে দলিত যুবক খুনের ঘটনা নাড়িয়ে দিয়েছিল দেশের রাজনীতি৷ গো-বলয়ে এহেন ঘটনা ঘটলেও বাংলায় এই প্রথম গো-রক্ষার বলি হলেন এক যুবক৷ গরুর গাড়িতে বাইক ধাক্কা দেওয়ায় আরোহীকে পিটিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কেতুগ্রামের বেড়ুগ্রামে৷

Advertisement

ঘটনার সূত্রপাত বুধবার সন্ধ্যায়৷ গরুর গাড়ির পিছনে ধাক্কা দেয় একটি বাইক৷ গরুর গাড়িতে ধাক্কা দেওয়াকে করে করে বাইক আরোহীর সঙ্গে তুমুল বচসা বাধে৷ বচসা পৌঁছে যায় হাতাহাতিতে৷ অভিযোগ, এর পরই প্রায় ১২-১৪ জনের একটি দল নুর ইসলাম শেখ নামের ওই বাইক আরোহী ও তাঁর তিন বন্ধুর উপর চড়াও হয়৷ শুরু হয় মারধর৷ আহতদের রাতেই বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করার হয়৷ পর সেখানে নুর ইসলাম শেখ (৪২) ওরফে কালু নামে একজনের মৃত্যু হয়। এই ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে৷ রাতেই পুলিশ দু’জনকে গ্রেপ্তার করেছে৷

[ফের বাস দুর্ঘটনা মুর্শিদাবাদে, জখম অন্তত ৪০ জন যাত্রী]

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেড়ুগ্রামে ক্যানেলপাড় বাসস্ট্যান্ডের কাছে একটি বেসরকারি মোবাইল সংস্থার টাওয়ার বসানোর কাজ চলছিল৷ সেই নির্মাণকাজে কুলুট গ্রামের কয়েকজন রাজমিস্ত্রি কাজ করছিলেন৷ জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত দিনচারেক আগে৷ নিহতের আত্মীয় হাসিবুল শেখ জানিয়েছেন, কুলুট গ্রামের এক রাজমিস্ত্রি বাইক নিয়ে বেড়ুগ্রামের ওই নির্মীয়মাণ টাওয়ারে কাজে আসার সময় বেড়ুগ্রামের একটি গরুর গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিল৷ তখন গরুর গাড়িতে ধাক্কা লেগে বাইকের টুলসবক্সটি ভেঙে যায়। তা নিয়ে তখন দু’জনের বসচা হয়। স্থানীয় কয়েকজনের মধ্যস্থতায় কিছু টাকা ক্ষতিপূরণ দিতে হয় ওই গরুর গাড়ির মালিককে৷
অভিযোগ, সেই ঘটনার সূত্র ধরে বুধবার সন্ধ্যায় কুলুটগ্রাম থেকে খোকন শেখের নেতৃত্বে প্রায় ১২-১৪ জন বেড়ুগ্রাম ক্যানেলপাড়ে আসে। ক্যালেনপাড়ে বিকেল থেকে বেড়ুগ্রামের অনেকে বসে গল্পগুজব করেন৷ সেখানে ছিলেন নুর ইসলাম শেখ, সাজাহান শেখ-সহ কয়েকজন।

[দিঘার সৈকতে পর্যটকদের সুরক্ষিত রাখতে আসছে নয়া অ্যাপ]

নিহতের পরিবারের অভিযোগ, খোকনের নেতৃত্বে কুলুট গ্রামের ওই দলটি এসে তাঁদের ওপর চড়াও হয়। নির্মিয়মান টাওয়ারের কাছে পড়ে ছিল লোহার রড। অভিযোগ, ওই রড ও বাঁশ নিয়ে তারা বেধড়ক পেটায় নুর ইসলাম, সাজাহান ও আরও দুজনকে। তারপর রক্তাক্তবস্থায় ফেলে চলে যায় হামলাকারীরা। ঘটনার পর গ্রামবাসীরা খবর পেয়ে আহতদের উদ্ধার করে কাঁদরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। অবস্থা গুরুতর দেখে নুর ইসলাম ও সাজাহানকে বর্ধমানে পাঠানো হয়। রাতেই মৃত্যু হয় নুর ইসলামের।  ঘটনার খবর পেয়ে রাতেই এলাকায় যায় অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) রাজনারায়ণ মুখোপাধ্যায়ের নেতৃত্বে পুলিবাহিনী। তারা তল্লাশি চালিয়ে খোকন শেখ ও আরও অকজনকে আটক করে। নিহতের পরিবার কেতুগ্রাম থানায় অভিযোগ জানিয়েছে৷ বাকিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷

ছবি: জয়ন্ত দাস।

The post গরুর গাড়িতে ধাক্কা বাইকের, কেতুগ্রামে পিটিয়ে খুন যুবককে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার