সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাস্তাঘাটে কিংবা রেস্তোরাঁয় এমন অনেক সময় যখন ফোনের চার্জ ফুরিয়ে যায়। হাজার চেষ্টা করেও ফোনে একটু চার্জ দেওয়ার উপায় থাকে না। কিন্তু এবার কেএফসি-তে খেতে গেলে সেই সমস্যার সমাধান মিলবে সহজেই। কারণ এবার কেএফসি-তে লাঞ্চ বা ডিনার করার সময় যদি আপনার ফোনের চার্জ ফুরিয়ে যায় তবে সংস্থার তরফ থেকে আপনাকে দেওয়া হবে ‘ওয়াট বক্স’। সেই ‘ওয়াট বক্স’-এর মাধ্যমে সহজেই ফোনের চার্জ দিয়ে নেওয়া সম্ভব। তবে নিজের স্মার্টফোনে খুব সহজে চার্জ দিয়ে নেওয়া একেবারেই শর্তহীন পদ্ধতি নয়। কেবলমাত্র ‘ফাইভ-ইন-ওয়ান’ মিল বক্সের সঙ্গেই মিলবে এই চার্জার।
সম্প্রতি, দিল্লি ও মুম্বইতে কয়েকটি বাছাই করা কেএফসি আউটলেটে মিলছে পরিষেবা। কিন্তু তারজন্যও ফেসবুকে খেলতে হবে একটি মজার খেলা। সেই প্রতিযোগিতায় জিততে পারলেই মিলবে এই সুযোগ।
কলকাতায় কবে এই পরিষেবা চালু হয় এখন সেই অপেক্ষাতেই রয়েছেন কেএফসিপ্রেমীরা।
The post আপনার ফোনে চার্জ দিয়ে দেবে কেএফসির চিকেন বক্স appeared first on Sangbad Pratidin.