shono
Advertisement

সমনে সাড়া না দিলে খালেদাকে গ্রেপ্তারের নির্দেশ আদালতের

বেশ কয়েকবার সমন পাঠালেও আদালতে হাজিরা দেননি খালেদা জিয়া। The post সমনে সাড়া না দিলে খালেদাকে গ্রেপ্তারের নির্দেশ আদালতের appeared first on Sangbad Pratidin.
Posted: 07:20 PM Sep 18, 2017Updated: 01:50 PM Sep 18, 2017

সুকুমার সরকার, ঢাকা: জাতীয় পতাকার অবমাননা করার অভিযোগে একটি মামলায় বিএনপি প্রধান বেগম খালেদা জিয়াকে হাজিরার নির্দেশ দিল ঢাকার এক আদালত। জানা গিয়েছে, ৫ অক্টোবরের মধ্যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে আদালতে হাজির থাকার নির্দেশ দেন বিচারপতি নূর নবী। ওই সময়সীমার মধ্যে আদালতে উপস্থিত না হলে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে বলে রবিবার জানায় আদালত।

Advertisement

[রোহিঙ্গা শরণার্থীদের হাহাকারে কান্নায় ভেঙে পড়লেন শেখ হাসিনা]

বর্তমান লন্ডনে আছেন খালেদা জিয়া। গত বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে আদালতে আবেদন করেন এবি সিদ্দিকী। ২০১৬-র ৩ নভেম্বর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও তার স্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। মামলায় অভিযোগ করা হয়, ১৯৮১ সালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে এলে জিয়াউর রহমান তাকে হুমকি দেন ও আটক করে রাখেন। ২০০১ সালে জামাত ইমানে সলামির সঙ্গে জোট করে সরকার গঠন করে বিএনপি। খালেদা জিয়া স্বাধীনতা বিরোধী রাজাকার-আলবদর নেতাকর্মীদের মন্ত্রী-এমপি বানিয়ে স্বাধীন বাংলাদেশের মানচিত্র ও জাতীয় পতাকা তাদের বাড়িতে এবং গাড়িতে তুলে দিয়েছেন। যার দ্বারা মুক্তিযুদ্ধ ও মানচিত্র এবং জাতীয় পতাকাকে অপমানিত করা হয়েছে।

[মায়ানমারে সংঘর্ষবিরতি ঘোষণা রোহিঙ্গা বিদ্রোহীদের]

এই মামলায় বেশ কয়েকবার সমন পাঠালেও আদালতে হাজিরা দেননি খালেদা জিয়া। বর্তমান লন্ডনে রয়েছেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামি লিগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজাকারদের সঙ্গে জড়িত থাকার মামলায় দোষী সাব্যস্ত হয় বেশ লিচু জামাত নেতা। অভিযোগ খালেদার বিএনপি-র সঙ্গে ঘনিষ্ট যোগ ছিল তাদের।

The post সমনে সাড়া না দিলে খালেদাকে গ্রেপ্তারের নির্দেশ আদালতের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement