shono
Advertisement

বিজেপি শাসিত রাজ্যেই গো-রক্ষার নামে ঘটছে হত্যার ঘটনা, তোপ কংগ্রেসের

কেন উঠছে এই অভিযোগ?
Posted: 10:20 AM Jul 17, 2017Updated: 04:50 AM Jul 17, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা দেশে প্রায়দিনই গো-রক্ষার নামে সংঘর্ষ, গণপিটুনির মতো হিংসার ঘটনা ঘটছে। স্রেফ সন্দেহের বশে খুন হচ্ছেন বহু নিরীহ। ক্রমবর্ধমান এই ঘটনায় কেন্দ্র সরকারের ভূমিকায় সরব হল কংগ্রেস। সোমবার কংগ্রেস জানায় এধরনের ঘটনা শোচনীয়। গো-রক্ষার নামে খুন করা হচ্ছে। গোটা দেশে শান্তি নেই। এগুলি খুবই দুঃখজনক দৃশ্য। এমনটাই মনে করছেন কংগ্রেস নেতা অস্কার ফার্নান্ডেজ। আরেক কংগ্রেস নেতা পি এল পুনিয়ার মতে, বিজেপি শাসিত রাজ্যগুলিতে ঘটছে গো-রক্ষার নামে হত্যার ঘটনা।

Advertisement

[রাইসিনার দৌড়ে কোবিন্দ-মীরা, শুরু রাষ্ট্রপতি নির্বাচন

গো-রক্ষার নামে তাণ্ডবে সরকারের ভূমিকায় ক্ষুব্ধ কংগ্রেস। দলের শীর্ষ নেতা  অস্কার ফার্নান্ডেজ বলেন, ‘গো-রক্ষার নামে কেউ যদি হিংসায় মদত দেয়, তাহলে সেটা খুবই শোচনীয় ঘটনা। পাশাপাশি গো-রক্ষার নামে একজন মানুষ যদি আরেকজনকে খুন করে সেটা দেশের পক্ষে খুবই দুঃখজনক ঘটনা। সাধারণ মানুষের কাছে আমার আবেদন গো-রক্ষার নামে হিংসা ছড়াবেন না।’ এই নিয়ে আর এক কংগ্রেস নেতা পি এল পুনিয়ার মতে, বিজেপি শাসিত রাজ্যগুলিতেই এই ধরনের ঘটনা ঘটছে। তাই প্রধানমন্ত্রীর কাছে ওই রাজ্যগুলিতে কড়া বার্তা পাঠানোর তিনি আরজি জানান। তাঁর সংযোজন, ‘গো-রক্ষার নামে হিংসার ঘটনাগুলি বিজেপি শাসিত রাজ্যগুলিতেই ঘটছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচিত তাঁর মন্ত্রী এবং সমর্থকদের এব্যাপারে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া। কেন্দ্রের কড়া মনোভাবের কথা তাঁদের কাছে পৌঁছলে এই ধরনের ঘটনা ঘটা বন্ধ হবে। যারা এধরনের কাজে মদত দিচ্ছেন, যেই পদেই থাকুক না কেন, তাদের উপযুক্ত শাস্তি দেওয়া উচিত।’

[সৌরভ সম্পর্কে কী মনোভাব অনুরাগ ঠাকুরের?]

এর আগে গত রবিবার স্বঘোষিত গো-রক্ষকদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সর্বদলীয় বৈঠকে নরেন্দ্র মোদির বার্তা, এঘটনাকে কোনওভাবে রাজনৈতিক বা সাম্প্রদায়িক স্বার্থে ব্যবহার করা যাবে না। গো-রক্ষার নামে আইন হাতে নেওয়া যাবে না। এই ব্যাপারে প্রতিটি রাজ্য সরকারকে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন প্রধানমন্ত্রী।

[একই দিনে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা নেওয়ার ভাবনা সিবিএসই-র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার