সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার গার্ডেনরিচের পাম্পিং স্টেশনে হঠাৎই একটি পাম্প ফেটে বিপত্তি ঘটে। বেরিয়ে যায় পরিশুদ্ধ জল। ফলে আজ, রবিবার তীব্র জল সংকটে পড়ার আশঙ্কা কলকাতার একাংশের।
[বাবার কবিতা চুরির প্রতিবাদ, মেয়ের ছবি ছড়াল পর্ন সাইটে]
গার্ডেন রিচের এই পাম্পিং স্টেশন থেকে প্রতিদিন প্রায় ১৭ থেকে ১৮ কোটি গ্যালন জল সরবরাহ করা হয়। যেখান থেকে বেহালা, মহেশতলা, গার্ডেন রিচ-সহ দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায় জল পৌঁছে যায়। শনিবার রাতে সেই জলের পাম্প ফেটে যাওয়াতেই ঘটে বিপত্তি। সঙ্গে সঙ্গে গোটা পাম্পিং স্টেশন জলে ভরে যায়। যা থেকে শটসার্টিক হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছিল। সেই কারণে সঙ্গে সঙ্গে সেখানকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরপরই জল বের করার কাজ শুরু হয়। দমকলের তিনটি পাম্প এবং স্টেশনের অন্যান্য পাম্প-সহমোট কুড়িটি পাম্পের সাহায্যে জল বের করার প্রক্রিয়া শুরু হয়। তবে সমস্যা হয় পাম্পের ভাল্বগুলি জলের নিচে চলে যাওয়ায়। রাতে মেয়র শোভন চট্টোপাধ্যায় পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে আসেন। যা খবর, জল অনেকটাই বের করা গিয়েছে। তবে এখনও পর্যন্ত কাজ শেষ হয়নি। বালির বস্তা দিয়ে জল আটকানোর চেষ্টা চলছে। পুরসভার কর্মীরা অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছেন।
[বাড়িওয়ালার বিরুদ্ধে ভাড়াটিয়াকে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ, সিঁথিতে চাঞ্চল্য]
তবে এই বিপুল পরিমাণ জল বেরিয়ে যাওয়ার কারণেই রবিবার জল সংকটে পড়তে পারেন বেহালা-সহ দক্ষিণ কলকাতার বাসিন্দারা। ছুটির দিনে স্বাভাবিকভাবেই বাড়িতে জলের খরচ তুলনামূলক বেশি হয়। অথচ এমন ঘটনায় জল সরবরাহ ব্যাহত হবে বলেই জানা যাচ্ছে। যদিও মেয়র শোভন চট্টোপাধ্যায় জানান, রবিবারও জল সরবরাহ করা হবে। তবে তার পরিমাণ খানিকটা কম হতে পারে। কারণ পাম্প ফেটে যাওয়ায় অনেকখানি জল বেরিয়ে গিয়েছে। পাশাপাশি তিনি বলেন, জলের ভিতর যে পাম্পগুলি ডুবে গিয়েছিল, তা ক্ষতিগ্রস্থ হয়েছে কিনা, সেই বিষয়গুলিই এবার খতিয়ে দেখা হবে। এদিন তিনি নিজেও পাম্পিং স্টেশনে উপস্থিতি থাকবেন বলে জানিয়েছেন।
The post গার্ডেনরিচে পাম্প ফেটে বিপত্তি, রবিবার তীব্র জল সংকটের আশঙ্কা দক্ষিণ কলকাতায় appeared first on Sangbad Pratidin.