স্টাফ রিপোর্টার: একদিকে বিদ্যুতের মাশুল যেমন দিন-দিন বাড়ছে, তার সঙ্গেই বাড়ছে দূষণ৷ কথায় আছে ‘আপনি আচরি ধর্ম, অপরে শিখাও’৷ সেই কথা পাথেয় করে, দূষণহীন পৃথিবী গড়ার লক্ষ্যে এগিয়ে এল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ বৃহস্পতিবার কলকাতার প্রধান কার্যালয়ের ছাদে, সৌরশক্তি পরিচালিত ১০০ কিলো ওয়াটের পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন করলেন এসবিআইয়ের চেয়ারম্যান অরুন্ধতী ভট্টাচার্য৷ ব্যাঙ্ক কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সৌরশক্তি দ্বারা চালিত এই পাওয়ার প্ল্যান্ট প্রতিদিন ৪০০ ইউনিট বিদ্যুত্ উৎপাদন করবে৷
জ্বালানি ছাড়া বিদ্যুত্ উৎপাদন হওয়ার ফলে দূষণের পরিমাণও কমবে বলে দাবি ব্যাঙ্ক কর্তৃপক্ষের৷ সৌরশক্তিচালিত এই প্ল্যান্টের ফলে বছরে এক লক্ষ টাকার বিদ্যুত মাশুল বাঁচবে বলে দাবি তাঁদের৷ ভবিষ্যতে রাজ্যের অন্যান্য দফতরগুলিতেও সৌরশক্তি দ্বারা বিদ্যুত্ উৎপাদনের পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হবে বলে জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ৷
The post কলকাতা এসবিআই-এর সৌরশক্তি প্ল্যান্ট appeared first on Sangbad Pratidin.