shono
Advertisement
Kolkata

কলকাতায় আন্তঃরাজ্য প্রতারণা চক্রের পর্দাফাঁস, গ্রেপ্তার ৪, উদ্ধার বিপুল নগদ

ধৃতদের আজ আদালতে পেশ করা হবে।
Published By: Subhankar PatraPosted: 01:58 PM Jul 27, 2025Updated: 01:58 PM Jul 27, 2025

অর্ণব আইচ: কলকাতায় আন্তঃরাজ্য প্রতারণা চক্রের পর্দা ফাঁস। সাইবার প্রতারণার বড়সড় চক্রের পর্দা ফাঁস করল সাইবার সেল পোর্ট ডিভিশন এবং গার্ডেনরিচ থানার পুলিশ। জামাতাড়া ও কলকাতায় প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৪ জন। ধৃতদের থেকে উদ্ধার আড়াই লক্ষ টাকা নগদ ও ১৫ থেকে ১৭ লক্ষ টাকার সামগ্রী। ধৃতদের আজ আদালতে পেশ করা হবে।

Advertisement

চলতি মাসের ১৮ তারিখ সন্দীপকুমার আগারওয়াল নামে এক ব্যক্তি গার্ডেনরিচ থানায় সাইবার জালিয়াতে ১লক্ষ ১৮ হাজার টাকা খোয়া যাওয়ার অভিযোগ জানান। তিনি পুলিশে জানান, কিছু জালিয়াত বেসরকারি একটি ব্যাঙ্কের ভুয়ো ওয়েবসাইট ও কাস্টমার কেয়ার নম্বর তৈরি করে প্রতারণা করেছে। সন্দীপ কাস্টমার কেয়ারে ফোন করলে এক ব্যক্তি ফোন তুলে জানান, তিনি ব্রাঞ্চ ম্যানেজার। তাঁকে অভিযোগ দায়ের করতে বলেন নিজেকে ম্যানেজার বলে দাবি করা ওই ব্যক্তি। এরপরই সন্দীপের মোবাইল ফোন হ্যাক হয়ে যায়। ধাপে ধাপে তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা খোয়া যায়।

অভিযোগ পাওয়ার পরই একটি বিশেষ দল গঠন করে পুলিশ। তদন্ত কিছুটা এগোতেই তদন্তকারীরা বুঝতে পারেন,অভিযুক্তরা জালিয়াতির মাধ্যমে পাওয়া টাকা ব্যবহার করে কলকাতার বিভিন্ন জায়গায় দামী ইলেকট্রনিক ডিভাইস বিক্রি করত। তাঁরা আরও জানতে পারেন এই চক্রটি জামতারা এবং কলকাতায় দুই জায়গায় জালিয়াতি করে। বিভিন্ন সূত্র ধরে বিভিন্ন জায়গায় অভিযান চালায় তদন্তকারীরা।

তাতেই চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম, মহম্মদ আরিফ খান, রাজা হাতি, মহম্মদ এহসান আলি ওরফে কাইফ, বিকাশ কুমার। ধৃতদের থেকে ৩৯টি মোবাইল, ৮টি পাওয়ার ব্যাঙ্ক, তিনটি হাত ঘড়ি, একটি ট্যাব, ২টি ব্লুটুথ স্পিকার, হেডফোন, একটি স্কুটি ও আড়াই লক্ষ টাকা নগদ টাকা উদ্ধার করা হয়েছে। অনুমান, যে সামগ্রী উদ্ধার করা হয়েছে তার আনুমানিক বাজারমূল্য ১৫ থেকে ১৭ লক্ষ টাকার। ধৃতদের আদালতে পেশ করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কলকাতায় আন্তঃরাজ্য প্রতারণা চক্রের পর্দা ফাঁস।
  • সাইবার প্রতারণার বড়সড় চক্রের পর্দা ফাঁস করল সাইবার সেল পোর্ট ডিভিশন এবং গার্ডেনরিচ থানার পুলিশ। জামাতাড়া ও কলকাতায় প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৪ জন।
  • ধৃতদের থেকে উদ্ধার আড়াই লক্ষ টাকা নগদ ও ১৫ থেকে ১৭ লক্ষ টাকার সামগ্রী। ধৃতদের আজ আদালতে পেশ করা হবে।
Advertisement