shono
Advertisement
Salt Lake

শহরে ফের বেপরোয়া গতির বলি যুবক! সল্টলেকে গভীর রাতে গাড়ির ধাক্কায় মৃত্যু স্কুটিচালকের

ঘাতক গাড়িটির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
Published By: Subhankar PatraPosted: 12:44 PM Jan 31, 2025Updated: 03:00 PM Jan 31, 2025

দিশা ইসলাম, বিধাননগর: ফের শহরে বেপরোয়া গতির বলি যুবক! রাতের শহরে প্রাইভেট গাড়ির ধাক্কায় মৃত্যু স্কুটিচালকের। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে সল্টলেকের ৫ নম্বর ট্যাঙ্কের সামনে। ঘাতক গাড়ির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম ভিক্টর গঙ্গোপাধ্যায়। তিনি সল্টলেকেরই বাসিন্দা। বৃহস্পতিবার রাত একটা নাগাদ স্কুটি নিয়ে বৈশাখীর দিক থেকে বিএফসি এফ ব্লকের দিকে যাচ্ছিলেন ভিক্টর। স্কুটির গতিও অনেকটা বেশি ছিল বলে জানা গিয়েছে। সামনে স্পিড ব্রেকার থাকায় স্কুটির গতি কমাতে বাধ্য হন ভিক্টর। পিছন দিক থেকে দ্রুত গতিতে আসছিল একটি প্রাইভেট কার। স্কুটি ব্রেক কষায় চারচাকা গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিতে ধাক্কা মারে।

ধাক্কা লাগায় সঙ্গে সঙ্গে রাস্তায় ছিটকে পড়েন ভিক্টর। মাথায় গুরুতর আঘাত লাগে তাঁর। রক্তে ভিজে যায় শরীর। তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরই ঘাতক গাড়িটি পালিয়ে যায়। গাড়িটির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ। ঘটনায় ফের রাতের শহরে পথ নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের শহরে বেপরোয়া গতির বলি যুবক!
  • রাতের শহরে প্রাইভেট গাড়ির ধাক্কায় মৃত্যু স্কুটি আরোহীর।
  • হস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে সল্টলেকের ৫ নম্বর ট্যাঙ্কের সামনে।
Advertisement