সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দায়িত্ববান নাগরিকের মতোই ব্রাজিল থেকে ফিরে পরামর্শ মেনে হাজির হয়েছিলেন রাজারহাট কোয়ারেন্টাইনে। সেখান থেকে নমুনা পরীক্ষার জন্য বেলেঘাটা আইডিতে গিয়ে নাজেহাল হতে হল ব্রাজিল ফেরত ওই যুবককে। দিনভর হাসপাতালের এই বিভাগ থেকে ওই বিভাগ ঘুরপাক খেতে হয় তাঁকে। অবশেষে রাতে তাঁকে ভরতি নেয় বেলেঘাটা আইডি। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। না ফিরলেই ভাল হতো, এমনটাও বলেন।
আদতে অসমের বাসিন্দা ওই যুবক দীর্ঘদিন ধরেই কর্মসূত্রে ব্রাজিলে থাকতেন। সাম্প্রতিক পরিস্থিতি দেখে দেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি। ২০ মার্চ দমদম বিমানবন্দরে নামেন। সেখানে থার্মাল স্ক্রিনিংয়ের পর তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। বেলেঘাটা আইডিতে গেলে সেখান থেকে তাঁকে পাঠানো হয় রাজারহাটের কোয়ারেন্টাইন সেন্টারে। সেখান থেকে নমুনা পরীক্ষার জন্য তাঁকে পুনরায় বেলেঘাটা আইডিতে যাওয়ার কথা বলা হয়। এরপর অ্যাম্বুল্যান্সে তাঁকে নামিয়ে দেওয়া হয় বেলেঘাটা আইডির গেটে। এরপর থেকেই শুরু সমস্যা। ব্যাগপত্র সমেত তাঁকে দেখতে পেয়েই হাসপাতালের তরফে দাবি করা হয় যে, কোয়ারেন্টাইন থেকে পালিয়ে এসেছেন তিনি।হাসপাতালের কাগজপত্র দেখিয়ে বোঝানোর চেষ্টা করাতেও কোনও লাভ হয়নি। বাধ্য হয়ে ওই যুবক দ্বারস্থ হন প্রিন্সিপালের। সেখান থেকে তাঁকে পাঠানো হয় জরুরি বিভাগে। এরপরও দিনভর বিভিন্ন বিভাগে ঘুরে বেড়াতে হয় তাঁকে।
[আরও পড়ুন: করোনা আতঙ্কের মাঝেই মিড-ডে মিল নিতে স্কুলে পড়ুয়ারা, শাস্তির মুখে প্রধান শিক্ষক]
পরে ফোনে তিনি যোগাযোগ করেন রাজারহাট কোয়ারেন্টাইনে। সেখানেও সাফ জানিয়ে দেওয়া হয় যে, তঁদের পক্ষে কিছু করা সম্ভব নয়। অবশেষে রাতে বেলেঘাটা আইডিতে ভরতি নেওয়া হয় তাঁকে। কিন্তু নমুনা পরীক্ষার জন্য বেলেঘাটা আইডিতে গিয়ে এমন পরিস্থিতির শিকার হওয়ায় চূড়ান্ত ক্ষুব্ধ ব্রাজিল ফেরত ওই যুবক। কিন্তু কেন এমন আচরণ করল বেলেঘাটা আইডি? প্রশ্ন তুলছেন অনেকেই। পাশাপাশি, এই যুবক যদি করোনা আক্রান্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে এদিনের ঘটনায় সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
[আরও পড়ুন: সংক্রমণ রোখার চেষ্টা, বুধবার থেকে বন্ধ কলকাতা হাই কোর্ট-সহ রাজ্যের সব আদালত]
The post বেলেঘাটা আইডিতে চূড়ান্ত ভোগান্তির শিকার ব্রাজিল ফেরত যুবক, দিনভর ঘুরলেন হাসপাতালে appeared first on Sangbad Pratidin.
