shono
Advertisement
Kolkata

খাস কলকাতায় স্কুটার-ভ্যানে পরপর ধাক্কা ম্যাটাডোরের! মৃত্যু মহিলার

আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরেকজন।
Published By: Tiyasha SarkarPosted: 11:02 AM Aug 13, 2025Updated: 11:21 AM Aug 13, 2025

নিরুফা খাতুন: সাতসকালে খাস কলকাতায় দুর্ঘটনা। বাসন্তী হাইওয়েতে স্কুটার ও সবজির ভ্যানে পরপর ধাক্কা ম্যাটাডোরের। মৃত্যু হল এক মহিলার। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরেকজন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে প্রগতি ময়দান থানা এলাকায়। ম্যাটাডোর চালকের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।  

Advertisement

জানা গিয়েছে, বুধবার সকালে বাসন্তী হাইওয়ে ধরে বানতলার দিক থেকে আসছিল স্কুটারটি। দুই মহিলা ওই স্কুটারে ছিলেন। সায়েন্স সিটির দিক থেকে যাচ্ছিল ঘাতক ম্যাটাডোরটি। চৌবাগা এলাকায় গাড়িটি প্রথমে স্কুটারে ধাক্কা দেয়। ছিটকে রাস্তায় পড়েন দুই মহিলা। এরপর একটি সবজির ভ্যানে ধাক্কা দিয়ে গাড়ি ফেলে রেখেই চম্পট দেন চালক। প্রত্যক্ষদর্শীরা ছুটে যান আহতদের উদ্ধার করতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন।

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে প্রগতি ময়দান থানার পুলিশ। ঘাতক ম্যাটাডোরের চালকের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। পাশাপাশি ঘাতক ম্যাটাডোরের কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টায় পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সাতসকালে খাস কলকাতায় দুর্ঘটনা। বাসন্তী হাইওয়েতে স্কুটার ও সবজির ভ্যানে পরপর ধাক্কা ম্যাটাডোরের।
  • মৃত্যু হল এক মহিলার। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরেকজন।
  • ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে প্রগতি ময়দান থানা এলাকায়। ইতিমধ্যেই ম্যাটাডোর চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।  
Advertisement