সরস্বতী পুজোর সকালে সল্টলেকে ভয়ংকর দুর্ঘটনা। দ্রুত গতিতে আসা চারচাকা পিষে দিল পথচারীকে। এরপর পরপর আরও দুটি বাইকেও ধাক্কা দেয় গাড়িটি। জখম হন আরও ২ জন। পথচারীর অবস্থা অত্যন্ত সংকটজনক বলেই খবর। আহত তিনজনকেই নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।
জানা গিয়েছে, শুক্রবার সকাল ৯ টা বেজে ৪৫ মিনিট নাগাদ কাঁকুড়গাছির দিক থেকে উল্টোডাঙার দিকে যাচ্ছিল একটি চারচাকা গাড়ি। সম্ভবত যাওয়ার কথা ছিল এয়ারপোর্টে। হাডকোর কাছে আচমকা দুর্ঘটনা ঘটে। দ্রতগতিতে আসা গাড়িটি প্রথমেই পিষে দেয় এক পথচারীকে। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। কিন্তু থামেনি গাড়িটি। এরপর আরেকটু এগিয়ে একটি গাছে ধাক্কা দেয়। তারপর ধাক্কা দেয় এক বাইকে। ছিটকে রাস্তায় পড়ে যান আরোহী। আরেকটু এগিয়ে সামনে একটি স্কুটিতে বসে ছিলেন এক যুবক। ফোনে কথা বলছিলেন তিনি। তাকেও ধাক্কা মেরে দাঁড়িয়ে পড়ে গাড়িটি। ভেঙে যায় সামনের কাচ।
সঙ্গে সঙ্গে ছুটে যান স্থানীয়রা। খবর পেয়ে ছুটে যায় মানিকতলা থানার পুলিশ। দেখেন, আহতরা রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। জানা যাচ্ছে, আহত পথচারীর অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, দ্রুত গতিতে থাকা নিয়ন্ত্রণ হারানোর কারণেই এই ভয়ংকর কাণ্ড। তবে গাড়ির কোনও যান্ত্রিক সমস্যা ছিল কি না, চালক মদ্যপ ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
