shono
Advertisement
ISIS

কসবায় বসে সিরিয়ায় যোগাযোগ! কলকাতায় গোয়েন্দাদের জালে ৩ সন্দেহভাজন ইসলামিক স্টেট জঙ্গি

ফের অনলাইনে নিয়োগ শুরু করেছে ISIS, দাবি গোয়েন্দাদের।
Published By: Tiyasha SarkarPosted: 12:05 AM Jun 23, 2025Updated: 12:05 AM Jun 23, 2025

অর্ণব আইচ: জঙ্গি সন্দেহে গোয়েন্দা তল্লাশি কলকাতায়। ইসলামিক স্টেট জঙ্গি সন্দেহে তিন যুবককে শহরের একটি ফ্ল‌্যাট থেকে আটক করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তিনজনকেই দিল্লি নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।

Advertisement

সূত্রের খবর অনুযায়ী, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে খবর আসে, কলকাতায় গা ঢাকা দিয়ে রয়েছে আইএসআইএস জঙ্গি সংগঠনের কয়েকজন লিঙ্কম‌্যান। সেই সূত্র ধরে দিল্লির গোয়েন্দাদের একটি টিম কলকাতায় খোঁজখবর চালাতে শুরু করে। তাঁরা জানতে পারেন যে, দক্ষিণ কলকাতার কসবা থেকে সরাসরি সিরিয়ায় যোগাযোগ করা হচ্ছে। সেইমতো দু’টি ল‌্যাপটপের আইপি অ‌্যাড্রেসের মাধ‌্যমে গোয়েন্দারা তদন্ত শুরু করেন। তার সূত্র ধরে রবিবার দিল্লি থেকে আসা গোয়েন্দাদের একটি টিম কসবার রাজডাঙা এলাকার একটি ফ্ল‌্যাটে হানা দেয়। সেখানে হানা দেওয়ার পরই গোয়েন্দারা জানতে পারেন যে, ফ্ল‌্যাটটি ভাড়া নিয়ে রয়েছেন তিন যুবক। তাঁদের মধ্যে রয়েছেন ভিনরাজ্যের বাসিন্দাও।

কসবা এলাকায় মূলত নিজেদের আইটি সেক্টরের কর্মী বলেই পরিচয় দিতেন তারা। গোয়েন্দাদের সূত্র জানিয়েছে, এদিন ওই ফ্ল‌্যাটে তল্লাশি চালিয়ে মূলত বৈদ্যুতিন নথিরই সন্ধান পান গোয়েন্দারা। ওই যুবকদের দু’টি ল‌্যাপটপ আটক করে পরীক্ষা করতে শুরু করেন গোয়েন্দারা। জানা গিয়েছে, ওই ল‌্যাপটপ দু’টিতে বেশ কিছু সন্দেহজনক নথির সন্ধান পাওয়া যায়। এই ব‌্যাপারে তিন যুবককে ওই ফ্ল‌্যাটের মধ্যেই জেরা করা হয়। কিন্তু কোনও সন্তোষজনক উত্তর পাননি গোয়েন্দারা। তার উপর অসঙ্গতিপূর্ণ উত্তর পাওয়ার পর তিনজনকে দিল্লি নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হয় বলেই জানা গিয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, দেশের বিভিন্ন জায়গায় ফের সক্রিয় হয়ে উঠেছে জঙ্গি সংগঠন আইএসআইএস। ফের অনলাইনে নিয়োগ পদ্ধতি শুরু করেছে তারা। তার জন‌্য সোশ‌্যাল মিডিয়াকেই তারা ব‌্যবহার করছে। সোশ‌্যাল মিডিয়ায় তৈরি করছে নিজস্ব গ্রুপ। দেশের বিভিন্ন রাজ‌্য ও শহরের বাসিন্দা বিভিন্ন পেশার আড়ালে থাকা আইএসআইএস স্লিপার সেলের সদস‌্যরা দেখছে যে, কাদের মগজধোলাই করা সহজ হবে। সেইমতো সোশ‌্যাল মিডিয়ায় তাদের সঙ্গে বন্ধুত্ব পাতাচ্ছে তারা। তার জন‌্য সোশ‌্যাল মিডিয়ায় তৈরি করা হচ্ছে ভুয়া অ‌্যাকাউন্ট। তাদের মধ্যে যাদের মগজধোলাই করা আরও সহজ হতে পারে, তাদের বিশেষ গ্রুপে যোগ করা হচ্ছে। এভাবে আইএসআইএস নিয়োগ করছে অনলাইনে। পরবর্তী পদক্ষেপে আইএস জঙ্গিদের নেতারা ওই নতুন ‘সদস‌্য’দের সঙ্গে দেখা করছে। আপাতত চেন পদ্ধতিতে যাতে ওই নতুন ‘সদস‌্য’রাও অনলাইন তথা সোশ‌্যাল মিডিয়ায় অন‌্যদের মগজধোলাই করে, সেই চেষ্টাই করছে আইএস। গোয়েন্দাদের মতে, আটক হওয়া ওই তিন যুবককেও আইএস মগজধোলাই করেছে। এবার তারাও অন‌্যদের মগজধোলাই করছিল বলে সন্দেহ গোয়েন্দাদের। এই ব‌্যাপারে নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছে গোয়েন্দাদের সূত্র।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জঙ্গি সন্দেহে গোয়েন্দা তল্লাশি কলকাতায়।
  • একটি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তিন যুবককে শহরের একটি ফ্ল‌্যাট থেকে আটক করে একটি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
  • তিনজনকেই দিল্লি নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।
Advertisement