দেবব্রত মণ্ডল, বারুইপুর: পঞ্চায়েত সমিতির হারানো ঘর ফিরে পেতে এবার আদালতের দ্বারস্থ আরাবুল ইসলাম (Arabul Islam)। সোমবার এবিষয়ে হাই কোর্টে আর্জি জানালেন তিনি। আরাবুলের যুক্তি, চেনা ঘর, চেনা চেয়ারে না বসলে কাজে গিয়ে আমজনতা সমস্যায় পড়বে।
একটা-দুটো বছর নয়, টানা ১২ বছর একই ঘরে বসে এলাকার মানুষকে পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে পরিষেবা দিয়েছেন আরাবুল ইসলাম। ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির সিঁড়ি দিয়ে দোতলায় উঠলেই সামনের প্রথম ঘরটিকে সবাই সভাপতির ঘর বলে চেনেন, জানেন। অভিযোগ, আরাবুল জেলে যেতেই সেই ঘরটি দখল করে নিয়েছেন আরাবুল বিরোধী তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ খাইরুল ইসলাম। হাই কোর্টের রায়ে আরাবুল দশ মাস পরে পঞ্চায়েত সমিতিতে ফিরলেও তাঁর পুরনো ঘর ফিরিয়ে দিতে নারাজ খাইরুল। সেই ঘর ফিরে পেতেই এবার আইনের দ্বারস্থ একদা ভাঙড়ের দোর্দণ্ডপ্রতাপ নেতা আরাবুল ইসলাম।
আরাবুল ইসলাম বলেন, "২০১৩ সাল থেকে ওই ঘরটায় আমি বসছি। এক বার সহ-সভাপতি এবং দু'বার সভাপতি হিসাবে আমি ওই ঘরেই বসে কাজকর্ম করেছি। দোতলাতেই বিডিও, সহকারী সভাপতি ও কর্মাধ্যক্ষদের অফিস আছে। এখানেই সভাপতির ঘর হলে সাধারণ মানুষ সুষ্ঠুভাবে পরিষেবা পাবেন। আমি যদি অন্যত্র বসি তাহলে মানুষের দুর্ভোগ বাড়বে।"