shono
Advertisement
fake passports

বাংলায় পাক স্লিপার সেল বানাচ্ছিল 'পাসপোর্ট আজাদ'? ISI যোগ স্পষ্ট হতেই চিন্তায় গোয়েন্দারা

প্রায় ৫০০ ভুয়ো পাসপোর্ট বানিয়ে পাক নাগরিকদের আশ্রয় দিয়েছিল আজাদ! দাবি গোয়েন্দাদের।
Published By: Paramita PaulPosted: 05:15 PM May 05, 2025Updated: 05:25 PM May 05, 2025

অর্ণব আইচ: আজাদ মল্লিকের মাধ‌্যমে কতজন আইএসআই চর অনুপ্রবেশ করে ছড়িয়ে রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে, এবার সেই তথ্যের সন্ধান শুরু গোয়েন্দাদের। পাকিস্তানি আজাদের সঙ্গে আইএসআইয়ের যোগের ব‌্যাপারে অনেকটাই নিশ্চিত গোয়েন্দারা। এরপরই প্রশ্ন উঠছে, তবে কি বাংলায় পাক স্লিপার সেল তৈরি করছিল আজাদ?

Advertisement

ভুয়ো পাসপোর্ট মামলায় আজাদ মল্লিককে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রথমে গোয়েন্দারা জানতে পেরেছিলেন যে, আজাদ বাংলাদেশি। কিন্তু আজাদ মল্লিকের উত্তর ২৪ পরগনার বিরাটির বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় পাকিস্তানের ড্রাইভিং লাইসেন্স। আজাদ হোসেন নামে ওই পাক ড্রাইভিং লাইসেন্সটি যে আসলে আজাদ মল্লিকেরই, সেই ব‌্যাপারে ইডির গোয়েন্দারা নিশ্চিত হন। এরপর তাকে কেন্দ্রীয় গোয়েন্দারা জেরা করেন। গোয়েন্দারা অনেকটাই নিশ্চিত যে, পাক চর সংস্থা আইএসআইয়ের সঙ্গে সরাসরি যোগ রয়েছে আজাদের। এখনও পর্যন্ত অন্তত দু’শো জনের ভুয়ো ভারতীয় পরিচয়পত্র তৈরি করে তারই ভিত্তিতে জাল পাসপোর্ট বানায় আজাদ। এই সংখ্যাটি ৫০০-এ গিয়ে দাঁড়াতে পারে বলে ধারণা ইডি আধিকারিকদের।

যাদের জন‌্য জাল পাসপোর্ট তৈরি করা হয়েছিল, তাদের মধ্যে বাংলাদেশি ছাড়াও পাকিস্তানিরাও যে ছিল, সেই তথ‌্যও এসেছে গোয়েন্দাদের কাছে। গোয়েন্দাদের মতে, বাংলাদেশ অথবা নেপাল হয়ে পাকিস্তানিরা অনুপ্রবেশ করার পর তাদের মদত জোগায় আজাদ মল্লিক ওরফে আজাদ হোসেনের চক্র। ওই পাকিস্তানিদের মধ্যে আইএসআই এজেন্টরাও ছিল বলে ধারণা গোয়েন্দাদের। আজাদ মল্লিকের সঙ্গে সরাসরি যোগ ছিল তার পাকিস্তানের হ‌্যান্ডলারের। ওই হ‌্যান্ডলারের মাধ‌্যমে আজাদ নির্দেশ পায়, ওই পাক চরদের সঙ্গে যোগাযোগ রাখতে। সেইমতো বিভিন্ন জেলার গোপন ডেরায় আজাদ তাদের থাকার ব‌্যবস্থা করত। এ ছাড়াও ওই পাক চরদের জন‌্য ভুয়ো ভারতীয় পরিচয়পত্র তৈরি করার ব‌্যবস্থা করে আজাদ। ওই ভুয়ো পরিচয়পত্রের ভিত্তিতে বানানো হয় জাল পাসপোর্ট।

গোয়েন্দাদের অভিমত, ওই জাল পাসপোর্ট নিয়ে রীতিমতো পাকিস্তানি আইএসআইয়ের এজেন্ট বা চররা ভারতীয় বলে পরিচয় দিয়ে বিভিন্ন রাজ্যে গা ঢাকা দেয়। কতজন পাক চর এভাবে আজাদ মল্লিকের কাছ থেকে ভুয়ো পাসপোর্ট সংগ্রহ করে ভোল পালটে দেশে ছড়িয়ে রয়েছে, এবার তার সন্ধান চালাতে শুরু করেছেন গোয়েন্দারা। আজাদ যাদের ভুয়া পাসপোর্ট তৈরি করেছে, গোয়েন্দারা তাদের নামের তালিকাও তৈরি করছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আজাদ মল্লিকের মাধ‌্যমে কতজন আইএসআই চর অনুপ্রবেশ করে ছড়িয়ে রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে, এবার সেই তথ্যের সন্ধান শুরু গোয়েন্দাদের।
  • পাকিস্তানি আজাদের সঙ্গে আইএসআইয়ের যোগের ব‌্যাপারে অনেকটাই নিশ্চিত গোয়েন্দারা।
  • এরপরই প্রশ্ন উঠছে, তবে কি বাংলায় পাক স্লিপার সেল তৈরি করছিল আজাদ?
Advertisement