সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্মঘট সফল করতে নজিরবিহীন পদক্ষেপ বাম কর্মী-সমর্থকদের। সাতসকালে মেট্রো পরিষেবা বন্ধ করার মরিয়া চেষ্টা চালাল ধর্মঘট সমর্থকরা। দমদম স্টেশনে সিপিএমের রাজ্য কমিটির সদস্য কণীনিকা ভট্টাচার্যের নেতৃত্বে মেট্রো স্টেশনে অবরোধের চেষ্টা করে বাম সমর্থকরা। বন্ধ করে দেওয়া হয় টিকিট কাউন্টার। কাউন্টারের সামনে যে গুটিকয়েক যাত্রী ছিলেন তাঁদেরও বের করে দেওয়ার চেষ্টা করা হয়। জোর করে স্টেশনের ভিতরে প্রবেশ করার চেষ্টা করে বনধ সমর্থকরা।
এমনিতে, বনধ চলাকালীন সড়ক বা রেলপথে অবরোধের নজির থাকলেও পাতালপথে অবরোধের তেমন নজির নেই। তাই বনধ বা হিংসার যে কোনও ঘটনাই ঘটুক না কেন, মেট্রোই শহরের মানুষের যাতায়াতের মাধ্যম হয়ে ওঠে। কিন্তু, এবার সেই মেট্রো স্টেশনকেই টার্গেট করল বনধ সমর্থকরা। সাতসকালে দমদম মেট্রো স্টেশনে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। বনধ সমর্থকরা জোর করে টিকিট কাউন্টার বন্ধ করে দেয়। জোর করে স্টেশনের ভিতর ঢুকে পড়ার চেষ্টা করা হয়। যদিও, পুলিশের তৎপরতায় তা সম্ভব হয়নি। মেট্রো পরিষেবাও যথাযথভাবে চলছে। এ প্রসঙ্গে উল্লেখ্য, গতবছর এই বাম-কংগ্রেস ট্রেড ইউনিয়নগুলির বনধেই কংগ্রেস সমর্থকরা পাতালপথে ঢুকে মেট্রো অবরোধ করেছিল। তারপরই এবছরের এই ঘটনা।
[আরও পড়ুন: ধর্মঘটে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি, রেল অবরোধে সমস্যায় যাত্রীরা]
মেট্রো স্টেশনের পাশাপাসি সকাল থেকে দমদম রেল স্টেশনেও একইভাবে উত্তেজনা ছড়ায় বনধ সমর্থকরা। জোর করে বন্ধ করে দেওয়া হয় টিকিট কাউন্টার। রাজ্যের বিভিন্ন প্রান্তে বন্ধ সমর্থকরা ট্রেন চলাচল বন্ধ রাখার যথাসাধ্য চেষ্টা করেছেন। শিয়ালদহ দক্ষিণ শাখায় যাদবপুর-সহ একাধিক স্টেশনে ট্রেন অবরোধ করা হয়। যার ফলে বিঘ্নিত হয় রেল পরিষেবা। হাওড়া শাখার একাধিক লাইনেও অবরোধ করা হয়। বনগাঁ রুটেও সকাল থেকে ব্যাহত ট্রেন চলাচল। বারাসতের আশেপাশে বেশ কয়েকটি স্টেশনে অবরোধের চেষ্টা করেন বনধ সমর্থকরা। এমনকী, হৃদয়পুর স্টেশনে উত্তেজনা ছড়াতে রেললাইনের উপর বোমা রাখা হয়।
The post দমদম মেট্রো স্টেশনে দাপাদাপি ধর্মঘট সমর্থকদের, বন্ধ করে দেওয়া হল টিকিট কাউন্টার appeared first on Sangbad Pratidin.
