shono
Advertisement

Breaking News

CBI

নিয়োগ দুর্নীতিতে ৭৫ কোটি টাকা আদায়! আদালতে হাজিরা 'কালীঘাটের কাকু'র সহযোগী বিজেপি নেতার

এর আগে একাধিকবার সিবিআই আদালতে হাজিরা এড়িয়েছিলেন অরুণ হাজরা।
Published By: Sucheta SenguptaPosted: 01:58 PM Apr 29, 2025Updated: 02:40 PM Apr 29, 2025

অর্ণব আইচ: প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে আদালতে উপস্থিত হলেন 'কালীঘাটের কাকু'র সহযোগী বিজেপি নেতা অরুণ হাজরা ওরফে চিনু। মঙ্গলবার সিবিআইয়ের বিশেষ আদালতে তিনি হাজিরা দেন। সিবিআইয়ের চার্জশিটে নাম থাকা অরুণ হাজরার বিরুদ্ধে মূল অভিযোগ, চাকরিপ্রার্থীদের থেকে টাকা আদায় করে তা সুজয়কৃষ্ণ ভদ্রের হাতে তুলে দিলেন। সেই অঙ্ক প্রায় ৭৫ কোটি টাকা! এদিন আদালতে বিচারক অরুণ হাজরাকে নিয়ে সিবিআইয়ের বক্তব্য জানতে চান। তাতেই এসব তথ্য দেওয়া হয়। অন্যদিকে, মঙ্গলবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় নিউটাউনে সিবিআই অফিসে হাজিরা দিলেন কেলেঙ্কারির অন্যতম 'মিডলম্যান' বিভাস অধিকারী। 

Advertisement

'কালীঘাটের কাকু'কে হেফাজতে রেখে জেরার সময়ে বিজেপি নেতা অরুণ হাজরা ওরফে চিনুর নাম উঠে আসে। সিবিআই জানতে পারে, চাকরি দেওয়ার নামে প্রার্থীদের কাছ থেকে টাকা আদায়ের কাজ করতেন তিনি। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটে সিবিআই সে কথাই উল্লেখ করেছে। বলা হয়েছে, সবমিলিয়ে মোট ৭৫ কোটি টাকা সুজয়কৃষ্ণর হাতে তুলে দিয়েছিলেন সহযোগী চিনু। তিনি আবার একা কাজ করতেন না। তাঁর বেশ কয়েকজন 'এজেন্ট' ছিল। প্রাথমিকের পাশাপাশি এসএসসি চাকরিপ্রার্থীদের থেকেও তাঁরা টাকা আদায় করতেন।

এই মামলায় এই মুহূর্তে অন্তর্বর্তী জামিনে রয়েছেন 'কালীঘাটের কাকু' তথা সুজয়কৃষ্ণ ভদ্র। অসুস্থতার কারণে ৩০ মে পর্যন্ত তাঁর জামিনের মেয়াদ বেড়েছে। তার মাঝেই তাঁর সহযোগী অরুণ হাজরা ওরফে চিনুকে একাধিকবার সিবিআই আদালতে হাজিরার নির্দেশ দিয়েছিল। কিন্তু তিনি একাধিকবার তা এড়িয়ে গিয়েছিলেন। আইনজীবীর দাবি ছিল, তাঁর মক্কেল অসুস্থ। তাই সশরীরে আদালতে হাজিরা দিতে পারছেন না। যদিও মঙ্গলবার অরুণ হাজরা হাজিরা দিলেন আদালতে। এদিন কেস ডায়েরি তলব করেছিলেন বিচারক। তা পেশ করে অরুণ হাজরা সম্পর্কে সমস্ত রিপোর্ট জানান কেন্দ্রীয় তদন্তকারীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই আদালতে হাজির 'কালীঘাটের কাকু'র সহযোগী।
  • এর আগে একাধিকবার সিবিআই আদালতে হাজিরা এড়িয়েছিলেন বিজেপি নেতা অরুণ হাজরা ওরফে চিনু।
  • সিবিআইয়ের চার্জশিটে উল্লেখ, 'কালীঘাটের কাকু'কে ৭৫ কোটি টাকা তিনি তুলে দিয়েছিলেন।
Advertisement