রূপায়ণ গঙ্গোপাধ্যায় এবং গোবিন্দ রায়: বারুইপুরে কাণ্ডে আঁচ বিধানসভায়! স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র বারুইপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলার অভিযোগে বৃহস্পতিবার ওয়েলে নেমে বিক্ষোভ দেখালেন বিজেপি বিধায়করা। স্পিকারকে কালো পতাকা দেখানো হয়। এমনকি কাগজ ছিঁড়েও প্রতিবাদ করেন তাঁরা। পরে অধিবেশন থেকে ওয়াক আউট করে শঙ্কর ঘোষরা। সবমিলিয়ে এদিনও উত্তপ্ত হয়েছে বিধানসভা। অন্যদিকে, গতকালের ঘটনায় এফআইআর দায়ের করেছেন শুভেন্দু। কলকাতা হাই কোর্টে মামলাও হয়েছে। জেলায়-জেলায় চলছে বিক্ষোভ।

বুধবার বিকেলে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি পদযাত্রা শুরুর আগে বারুইপুরে তীব্র উত্তেজনা ছড়িয়েছিল। অভিযোগ, বিরোধী দলনেতাকে কালো পতাকা দেখানো হয়। তাঁকে ‘গো ব্যাক’ এবং ‘চোর’ বলে কটাক্ষও করা হয়। তৃণমূল কর্মী-সমর্থকরা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলেই অভিযোগ গেরুয়া শিবিরের। তাঁদের দাবি, বিরোধী দলনেতা-সহ বিরোধী বিধায়কদের প্রাণে মারার চেষ্টা করা হয়েছে। এর প্রতিবাদে এদিন বিধানসভার অধিবেশন শুরুতেই বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি বিধায়করা। স্পিকারকে কালো পতাকা দেখানো হয়। বিষয়টি দৃষ্টি আকর্ষণ করে সরকার পক্ষের বিবৃতি চায় বিজেপির শঙ্কর ঘোষ। স্পিকার বলেন, "বারুইপুরের বিষয়টি বিধানসভার বিষয় নয়।" এরপরই বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি বিধায়কেরা। ভিতরে স্লোগান ওঠে। কাগজ ছুড়ে প্রতিবাদও করা হয়। এরপর তাঁরা অধিবেশন থেকে ওয়াক আউট করেন। বিধানসভা চত্বরে বসে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়কেরা। কাগজ ছিড়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।
বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের অভিযোগ, "গতকাল বারুইপুরে বিরোধী দলনেতার প্রাণহানি হতে পারত। দুষ্কৃতীদের ক্ষমতা দিয়ে ফ্র্যাঙ্কেস্টাইন বানাচ্ছে তৃণমূল। সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?" যদিও পালটা স্পিকারের দাবি, "হাওয়ায় চিৎকার করে গেল ওরা। স্পিকারের চেয়ারের দিকে এভাবে আঙুল তোলা যায় না। বিষয়টা সম্পূর্ণ বাইরের।"
বারুইপুরে ঘটনায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করেন এক আইনজীবী। মামলা দায়েরের অনুমতি দিয়েছে আদালত। সোমবার শুনানির সম্ভবনা। একইসঙ্গে বারুইপুরের ঘটনার প্রতিবাদে আগামী রবিবার হলদিয়া নিউ মার্কেট এলাকায় মিছিল করতে চায় বিজেপি। অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে গেরুয়া শিবির। এই মামলা দায়েরেও অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। আগামিকাল শুনানির সম্ভবনা রয়েছে।