shono
Advertisement
Ram Navami

ওপার বাংলায় হিন্দু নির্যাতনের জের, এপারে রামনবমীর আয়োজনে বাড়তি উদ্যম বিজেপির

গতবারের তুলনায় অন্তত ২৫ শতাংশ বৃদ্ধির লক্ষ্যমাত্রা নিল গেরুয়া শিবির।
Published By: Sayani SenPosted: 12:27 AM Mar 20, 2025Updated: 12:27 AM Mar 20, 2025

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: শেখ হাসিনার দেশত‌্যাগ ও আওয়ামি লিগ সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দু সংখ‌্যালঘু নির্যাতনের ঘটনা আকাশ ছুঁয়েছে। স্বাভাবিকভাবেই যার তীব্র বিপরীত প্রতিক্রিয়া হয়েছে এপার বাংলায়। রাজ‌্য রাজনীতিতেও স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে ধর্মীয় মেরুকরণের প্রভাব। এমনই আবহে আগামী ৬ এপ্রিল রামনবমীর আয়োজনে এবার বাড়তি উদ‌্যমের সঞ্চার লক্ষ‌্য করা যাচ্ছে বিজেপি শিবিরে। বাংলা নববর্ষের পরই বিধানসভা ভোট নিয়ে পথে নামার কথা রাজ‌্য বিজেপির। যার সলতে পাকানোর কাজ শুরু হচ্ছে রামনবমীর মিছিল থেকে। এবছর সেই  মিছিলের সংখ‌্যা গতবারের তুলনায় অন্তত ২৫ শতাংশ বৃদ্ধির লক্ষ‌্যমাত্রা নিল গেরুয়া শিবির।

Advertisement

বাংলায় রামনবমী-সহ হিন্দু ধর্মের আচার-উৎসব পালন করে থাকে মূলত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ পরিবারভুক্ত সংগঠন হিন্দু জাগরণ মঞ্চ। পাশাপাশি পথে নামে বিশ্ব হিন্দু পরিষদও। এই দুই সংগঠন থেকে পাওয়া হিসাব অনুযায়ী, গত কয়েক বছর ধরে বাংলায় রামনবমী উদযাপনের সংখ‌্যা উত্তরোত্তর বেড়ে চলেছে। গত বছর ছোট-বড় মিলিয়ে বাংলায় ৮১৫টির মতো মিছিল হয়েছিল রামনবমীতে। সংখ‌্যাটা এবছর এক হাজার ছাড়িয়ে যাবে বলে কেশব ভবন সূত্রে খবর। হিন্দু জাগরণ মঞ্চের প্রবক্তা কমলেশ পাণ্ডের দাবি, ‘‘প্রতি বছরই রামনবমী উদযাপনের পরিসর বাড়ছে। গত বছর গোটা বাংলায় বহু জায়গাতেই রামনবমীর দিন শ্রীরামচন্দ্রের পুজো হয়েছে। মিছিল হয়েছে। এবছর আরও বেশি হবে। কমলেশবাবুর কথায়, হিন্দুদের উপর যেভাবে আক্রমণ বাড়ছে, তাতে হিন্দু সমাজ আরও সংগঠিত হচ্ছে, এক হচ্ছে। আমাদের ধারনা এবছর অন্তত ২৫ শতাংশ বেশি মিছিল হবে।’’

রামনবমী উদযাপনে নিজেরা সরাসরি অংশ না নিলেও এবিষয়ে যাবতীয় পরিকল্পনা ও কর্মসূচি তৈরিতে পরোক্ষ ভূমিকা থাকে সঙ্ঘের। প্রতি বারের মতো এবছরও রামনবমীতে আপামর বাঙালিকে পথে নামার ডাক দিয়েছে কেশব ভবন। সঙ্ঘের পূর্বক্ষেত্রীয় সহ প্রচার প্রমুখ জিষ্ণু বসু বলেন, ‘‘রবীন্দ্রনাথ বলেছিলেন, ভারতের অন‌্য জায়গার মানুষ নিজেদের ব‌্যক্তিজীবন থেকে যুদ্ধ পর্য়ন্ত ভগবান শ্রীরামচন্দ্রকে অনুসরণ করে যেভাবে নিজেদের প্রস্তুত করেছিলেন, বাঙালি সেভাবে করতে পারেনি। আজ বাংলাদেশের পরিণাম দেখে প্রত্যেক বাঙালীর রবীন্দ্রনাথের সেই কথা স্মরণ করে প্রত্যেক বাঙালির রামনবমীর দিনে নিজেদের প্রস্তুত করা ও প্রতিজ্ঞা নেওয়া উচিত।’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ওপার বাংলায় হিন্দু নির্যাতনের জের।
  • এপারে রামনবমীর আয়োজনে বাড়তি উদ্যম বিজেপির।
  • গতবারের তুলনায় অন্তত ২৫ শতাংশ বৃদ্ধির লক্ষ্যমাত্রা নিল গেরুয়া শিবির।
Advertisement