shono
Advertisement

আগেই হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়েন Rimjhim Mitra! বৈঠকে না ডাকার অভিযোগ খারিজ দিলীপের

রাখির দিনের দলীয় বৈঠকে রিমঝিমের গরহাজিরার পর থেকে তুঙ্গে দলবদলের জল্পনা।
Posted: 12:39 PM Aug 25, 2021Updated: 01:32 PM Aug 25, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ২৪ ঘণ্টা আগে বিজেপিতে (BJP) ‘বেসুরো’দের তালিকায় নাম লিখিয়েছেন অভিনেত্রী রিমঝিম মিত্র। যোগ্য সম্মান পাচ্ছেন না বলে অভিযোগ করেছিলেন তিনি। দলে থাকা নিয়ে ভাবনাচিন্তা করার কথাও জানিয়েছিলেন অভিনেত্রী। এই পরিস্থিতিতে বুধবার রিমঝিমের বিরুদ্ধে মুখ খুললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

Advertisement

অন্যান্য দিনের মতো বুধবারও ইকো পার্কে প্রাতঃভ্রমণে যান দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেই সময় রিমঝিম মিত্রের মন্তব্য প্রসঙ্গে পালটা বক্তব্য রাখেন বিজেপি রাজ্য সভাপতি। তিনি বলেন, “দলে কাউকে অসম্মান করা হচ্ছে না। সকলকে কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে। অনেকে দল ছেড়ে গিয়েছেন। অনেকের মুখ নির্বাচনের পর দেখা যায়নি। তাঁদের সম্মান-অসম্মানের কী রয়েছে?”

ইকো পার্কে সাংবাদিকদের মুখোমুখি দিলীপ ঘোষ

[আরও পড়ুন: খাস কলকাতায় চাকরি দেওয়ার নামে টাকা ও বাইক হাতিয়ে গ্রেপ্তার ভুয়ো পুলিশ]

উল্লেখ্য, রাখির দিন দলের তারকা সদস্যদের নিয়ে বৈঠকে বসেছিল বিজেপি নেতৃত্ব।কিন্তু সেখানে গরহাজির ছিলেন রিমঝিম (Rimjhim Mitra)। তাঁর অনুপস্থিতি নিয়ে জল্পনা চলছিল। অবশ্য মঙ্গলবারই তাঁর গরহাজিরার কারণ ব্যাখ্যা করেছিলেন রিমঝিম। তিনি দাবি করেন, “দলের বিভিন্ন বিক্ষোভ, মিছিল কর্মসূচির খবর পাই। কিন্তু কোনও গুরুত্বপূর্ণ বৈঠকের খবর দেওয়া হয়নি।” এই অভিযোগ কার্যত অস্বীকার করেন দিলীপ ঘোষ। তাঁর দাবি, রিমঝিম আগেই হোয়াটসঅ্যাপ গ্রুপ (Whatsapp Group) ছেড়েছেন।

বিজেপিতে ‘বেসুরো’ অভিনেত্রী রিমঝিম মিত্র

২০১৯ সালের ২১ জুলাই বিজেপিতে যোগ দিয়েছিলেন টলিউডের পরিচিত মুখ রিমঝিম মিত্র। গেরুয়া শিবিরের একাধিক সভামঞ্চে উপস্থিত থাকতে দেখা গিয়েছে। তারপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে। সক্রিয় রাজনীতি করেও একুশের বিধানসভায় (Assembly Election 2021) টিকিট পাননি তিনি। অথচ সদস্য দলে যোগ দেওয়া একাধিক নেতা-নেত্রী বিজেপির টিকিটে ভোটে লড়েছেন। কেউ জিতেছেন কেউ বা পরাজিত হয়েছেন। এরপর অভিমানে দল ছেড়েছেন বহু তারকা। কেউ কেউ আবার বিজেপিতে থেকেও তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছেন। সম্প্রতি তৃণমূলের দাপুটে নেতা মদন মিত্রের (Madan Mitra) ফেসবুক লাইভে দেখা গিয়েছে রিমঝিম মিত্রকে।

সম্প্রতি মদন মিত্রের ফেসবুক লাইভে দেখা গিয়েছে রিমঝিম মিত্রকে

তারপরই মঙ্গলবার হঠাৎই বেসুরো তিনি। রিমঝিম বলেন, “আমার অনেক বন্ধুরাই তৃণমূলে গিয়েছেন। সেরকম সুযোগ আমারও ছিল। এভাবে চলতে থাকলে আমাকে ভাবতে হবে।” এ প্রসঙ্গে রিমঝিমকে খোঁচা দিতে ছাড়েননি দিলীপ ঘোষ। তিনি বলেন, “এতে দলের কোনও ক্ষতি হবে না। দলে সকলে সম্মান পান।”

[আরও পড়ুন: মহিলা ফুটবলারদের শরীর নিয়ে বেফাঁস মন্তব্য তানজানিয়ার রাষ্ট্রপতির, তুঙ্গে বিতর্ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement