নব্যেন্দু হাজরা: ফের মেট্রোর ব্লু লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা। তার জেরে ব্যাহত হল পরিষেবা। আংশিক পরিষেবা চলছে মেট্রোয়। রবিবার ভর সন্ধ্যায় এই ঘটনায় সমস্যায় পড়েন অসংখ্য যাত্রী। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে নেতাজি ভবন মেট্রো স্টেশনে।
মেট্রো সূত্রে জানা গিয়েছে, রবিবার শীতের দিনে মেট্রোয় যাত্রীদের চাপ ছিল। কলকাতা শহরের বিভিন্ন জায়গায় ঘুরতে বেরিয়েছিলেন সাধারণ মানুষজন। এদিন সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ মেট্রো নেতাজি ভবন স্টেশনে ঢুকছিল। সেসময় লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। চালক কোনওরকমে ট্রেন থামানোর চেষ্টা করেন। লাইনে ঝাঁপ মারার জন্য গুরুতর জখম হন তিনি। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনার পরেই ব্লু লাইনে থমকে যায় মেট্রো পরিষেবা। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে যায় মেট্রোর একাধিক রেক। কিছু সময় পরে শুরু হয় পরিষেবা। তবে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত সম্পূর্ণ চলাচল বন্ধ থাকে। ময়দান থেকে দক্ষিণেশ্বর ও শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার অর্থাৎ টালিগঞ্জ স্টেশন পর্যন্ত আংশিক পরিষেবা শুরু হয়। শীতের মরশুমে রবিবার প্রচুর সংখ্যায় সাধারণ মানুষ বিভিন্ন জায়গায় ঘোরার জন্য বেরিয়েছিলেন। কলকাতা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম ব্লু লাইন মেট্রো। এই ঘটনায় যাত্রী পরিষেবায় ব্যাঘাত ঘটে। বহু স্টেশনেই অপেক্ষা করতে থাকেন যাত্রীরা। পরিষেবা কখন সম্পূর্ণ চালু হবে, তার অপেক্ষা না করে অনেকেই গন্তব্যে যাওয়ার জন্য অন্য রাস্তা বেছে নেন।
