নিরুফা খাতুন: পৌষ মাস শেষের মুখে বাড়ল তাপমাত্রা। এক ধাক্কায় তিন ডিগ্রি বাড়ল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা। আগামী ৪৮ ঘণ্টা একই রকম তাপমাত্রা থাকবে। বরং তা বাড়তেও পারে! তবে এখনই যে শীতের দাপট কমে যাবে তা নয়। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সংক্রান্তির দিন থেকে তাপমাত্রা ফের কমবে। মাঘ মাসের প্রথম থেকে জমিয়ে শীতের মরশুম চলবে।
আজ, রবিবার ১৫ ডিগ্রির ঘরে কলকাতার পারদ। আগামী ৪৮ ঘণ্টা একই রকম থাকবে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি। স্বাভাবিকের চেয়ে যা ১.২ ডিগ্রি বেশি। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি। যা স্বাভাবিকের চেয়ে ২.৭ ডিগ্রি কম। পৌষ সংক্রান্তিতে ফের নামবে পারদ! পৌষের শেষ দিন ও মাঘের শুরুতে ফের জমিয়ে শীতের স্পেল! মূলত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
দক্ষিণবঙ্গে সকালের হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস। মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রা কিছুটা বাড়বে। কলকাতা ও সংলগ্ন এলাকাগুলিতে তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রির কাছাকাছি থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৭ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সংক্রান্তির দিন পারদ অনেকটা নামতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ছয় জেলায় আজ, রবিবার ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। উত্তর দিনাজপুর সংলগ্ন কিছু এলাকায় শীতল দিনের পরিস্থিতি।
