shono
Advertisement
SIR

SIR শুনানিতে হাজিরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর, 'ব্রাত্যর স্কুলেই পড়তাম, দুর্ভাগ্যজনক'

গোটা ঘটনায় বিরক্ত যাদবপুরের উপাচার্য।
Published By: Tiyasha SarkarPosted: 05:21 PM Jan 11, 2026Updated: 05:21 PM Jan 11, 2026

কৃষ্ণকুমার দাস: এসআইআর শুনানিতে ডাক পেয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যও। রবিবার যাদবপুরের কাটজুনগর স্বর্ণময়ী বিদ্যালয়ে হাজিরা দেন তিনি। তবে গোটা ঘটনায় অত্যন্ত বিরক্ত তিনি। বললেন, "দুর্ভাগ্যজনক। এত লোককে ডাকা হচ্ছে, এর কোনও মানে আছে?"

Advertisement

গত অক্টোবরে বাংলায় এসআইআর ঘোষণা করেছে কমিশন। সেই মতো চলছে কাজ। নির্ধারিত দিনে খসড়া তালিকা প্রকাশের পর এখন চলছে শুনানি। বহু মানুষ সামান্য নামের বানানে ভুলেও শুনানিতে ডাক পাচ্ছেন। ফলে এসআইআরের নামে আমজনতাকে হেনস্তা করা হচ্ছে বলে বারবার অভিযোগ করছে তৃণমূল। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যুতে একাধিকবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠিও লিখেছেন। এসব নিয়ে টানাপোড়েনের মাঝেই এবার শুনানিতে ডাক পেয়ে হাজিরা দিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। রবিবার যাদবপুরের কাটজুনগর স্বর্ণময়ী বিদ্যালয়ে হাজিরা দেন তিনি। গোটা ঘটনায় ক্ষুব্ধ তিনি।

উল্লেখ্য, চিরঞ্জীব ভট্টাচার্য ১৯৮৩ সালে লেকটাউনের একটি স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন। তাঁর থেকে ২ বছরের জুনিয়র ছিলেন বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তিনি। পরবর্তীতে দীর্ঘদিন সেখানে অধ্যাপনা করেছেন। বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে তিনি। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পদেও রয়েছেন চিরঞ্জীববাবু। থাকেন কলকাতা পুরসভার ৯৩ নম্বর ওয়ার্ডের যাদবপুর ২১ এ নর্থ রোড। কলকাতার বুকে লেখাপড়া, বেড়ে ওঠা, দীর্ঘদিনের সফল কেরিয়ার, তা সত্ত্বেও এসআইআর শুনানিতে ডাক পেয়ে হতাশ চিরঞ্জীব ভট্টাচার্য। প্রসঙ্গত, আগামী ১৪ জানুয়ারি কাটজুনগর স্বর্ণময়ী স্কুলে শুনানিতে হাজিরা দেবেন সাংসদ দেব ও ২০ জানুয়ারি যাবেন ক্রিকেটার মহম্মদ শামি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এসআইআর শুনানিতে ডাক পেয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যও।
  • রবিবার যাদবপুরের কাটজুনগর স্বর্ণময়ী বিদ্যালয়ে হাজিরা দেন তিনি।
  • তবে গোটা ঘটনায় অত্যন্ত বিরক্ত তিনি। বললেন, "দুর্ভাগ্যজনক। এত লোককে ডাকা হচ্ছে, এর কোনও মানে আছে?"
Advertisement