মেঝেতে চাপ চাপ রক্ত, বাথরুমে উদ্ধার মহিলার নগ্ন দেহ, তুমুল চাঞ্চল্য কৈখালিতে

02:24 PM Sep 27, 2023 |
Advertisement

বিধান নস্কর, বিধাননগর: কৈখালিতে ফ্ল্যাটে মধ্যবয়সী মহিলার রহস্যমৃত্যু। বাথরুম থেকে উদ্ধার নগ্ন রক্তাক্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। আবাসনের বাসিন্দাদের জেরা করা হতে পারে বলে খবর।

Advertisement

ঘটনার সূত্রপাত বুধবার সকালে। এদিন এয়ারপোর্ট থানায় কর্তব্যরত পুলিশ আধিকারিকরা খবর পান, কৈখালির সংহতি পার্ক এলাকার একটি ফ্ল্যাট থেকে বের হচ্ছে রক্ত। স্বাভাবিকভাবেই তীব্র আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় এয়ারপোর্ট থানার পুলিশ। ধাক্কা দিতেই খুলে যায় ফ্ল্যাটের দরজা। ভিতরে ঢুকে পুলিশ আধিকারিকরা দেখতে পান, মেঝেতে চাপ চাপ রক্ত। ভিতরে নগ্ন অবস্থায় পড়ে রয়েছেন মধ্যবয়সী রানী সুরানা নামে এক মহিলা। তাঁর হাতের শিরা কাটা ছিল।

[আরও পড়ুন: অর্থাভাবে বছরের পর বছর মানসিক ভারসাম্যহীন নাবালিকাকে বেঁধে রেখেছে পরিবার, নীরব প্রশাসন!]

তড়িঘড়ি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় পুলিশের তরফে। বাড়ির মালিক রিশা রায়কে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় এয়ারপোর্ট থানায়। পুলিশ সূত্রে খবর, রিশা রায় জানিয়েছেন, মঙ্গলবার রাতে হাত কাটা অবস্থায় ওই মহিলা তিনতলায় তাঁদের ফ্ল্যাটে গিয়েছিলেন। তবে বিষয়টা এত গুরুতর তা তিনি বুঝতে পারেননি। ফলে কাউকে কিছু জানাননি। কিন্তু কেন এই ঘটনা, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। আত্মহত্যা নাকি খুন? তা এখনও স্পষ্ট নয়। এদিকে বাড়ির মালিকের ভূমিকাও তুলে দিচ্ছে একাধিক প্রশ্ন।

[আরও পড়ুন: ৭ বছর ধরে থমকে সেতু নির্মাণের কাজ, কেন্দ্রের বিরুদ্ধে সরব তৃণমূল, অবস্থানে সাংসদ শতাব্দী]

Advertisement
Next