shono
Advertisement
2nd hooghly bridge

পরিত্যক্ত টিফিন কৌটো ঘিরে বিদ্যাসাগর সেতুতে বোমাতঙ্ক! ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।
Published By: Subhankar PatraPosted: 01:32 PM Feb 25, 2025Updated: 02:03 PM Feb 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার ভরদুপুরে দ্বিতীয় হুগলি সেতুতে বোমাতঙ্ক।  সেতুর ধারে একটি টিফিন কৌটো ঘিরে বোমাতঙ্ক ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছিয়েছে বম্ব স্কোয়াড। ঘটনায় তীব্র আতঙ্ক এলাকায়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে বিদ্যাসাগর সেতুর ধারে একটি টিফিন কৌটো পড়ে থাকতে দেখা যায়। পথচলতিরা আতঙ্কে খবর দেয় পুলিশে। ততক্ষণে আতঙ্ক ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বম্ব স্কোয়াড। নিয়ে আসা হয় পুলিশি কুকুরও। তল্লাশি চালান আধিকারিকরা। তবে জানা গিয়েছে, বোমা বা সেই জাতীয় কিছু পাওয়া যায়নি। পুলিশ টিফিন  কৌটোটি উদ্ধার করে নিয়ে গিয়েছে। প্রাথমিক অনুমান, কারও ব্যাগ বা গাড়ি থেকে কৌটোটি পড়ে গিয়েছে। পরে সেতুতে তা পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়ায়। পিছনে অন্য কিছু রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

উল্লেখ্য, সোমবার রাতে হরিশ মুখার্জী স্ট্রিটে বোমাতঙ্ক ছড়ায়। একটি নির্মীয়মাণ বাড়ির সামনে দুটি বাক্স পরে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা খবর দেন পুলিশে। পুলিশ বাক্স দুটি উদ্ধারের পর জানা যায় তাতে বিস্ফোরক জাতীয় কিছু নেই। সেই ঘটনার রেশ কাটতে না এবার বিদ্যাসাগর সেতুতে বোমাতঙ্ক ছড়াল। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মঙ্গলবার ভরদুপুরে দ্বিতীয় হুগলি সেতুতে বোমাতঙ্ক। 
  • সেতুর ধারে একটি টিফিন কৌটো ঘিরে বোমাতঙ্ক ছড়ায়।
  • খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছিয়েছে বম্ব স্কোয়াড।
Advertisement