shono
Advertisement
Kolkata Airport

মুম্বইগামী ইন্ডিগো বিমানে বোমাতঙ্ক! তুমুল আতঙ্ক কলকাতা বিমানবন্দরে

বিমানে থাকা যাত্রীদের নামিয়ে চলছে তল্লাশি।
Published By: Tiyasha SarkarPosted: 03:13 PM May 13, 2025Updated: 03:54 PM May 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক। মুম্বইগামী ইন্ডিগো বিমানে বোমা রয়েছে বলে খবর মিলতেই তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি বিমান থেকে নামানো হয় ১৯৪ জন যাত্রীকে। চলছে তল্লাশি।  

Advertisement

জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর ১ টা বেজে ৩৫ মিনিট নাগাদ ওড়ার কথা ছিল মুম্বইগামী বিমানটির। নির্ধারিত সময়ে যাত্রীরা বিমানে উঠে পড়েন। সূত্রের খবর, ১ টা বেজে ১৫ মিনিটে এক যাত্রী দাবি করেন ওই বিমানে বোমা রয়েছে। স্বাভাবিকভাবেই তুমুল শোরগোল ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ জওয়ানদের। ওই যাত্রীকে আটক করা হয়। এদিকে ফাঁকা করে দেওয়া হয় গোটা বিমান। শুরু হয় তল্লাশি। 

তবে দীর্ঘ তল্লাশিতেও বোমার হদিশ পায়নি বোম স্কোয়াড। শেষ পাওয়া খবর অনুযায়ী, ধৃত যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন তিনি এহেন দাবি করলেন, তা জানার চেষ্টা করা হচ্ছে। নেপথ্যে বড়সড় কোনও ছক ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ভারত-পাক অশান্তির আবহে গত কয়েকদিন ধরে এমনতিই নজরদারি বাড়ানো হয়েছে বিমানবন্দরে। এই পরিস্থিতিতে এদিনের ঘটনা যাত্রীদের আতঙ্ক বাড়িয়েছে কয়েকগুণ। প্রসঙ্গত, এহেন ঘটনা এর আগেও ঘটেছে। বোমা রাখা রয়েছে জানিয়ে একাধিকবার হুমকি মেল গিয়েছে কলকাতা বিমানবন্দরে।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক। মুম্বইগামী ইন্ডিগো বিমানে বোমা রয়েছে বলে খবর মিলতেই তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়ে।
  • তড়িঘড়ি বিমান থেকে নামানো হয় ১৯৪ জন যাত্রীকে। চলছে তল্লাশি।  
Advertisement