shono
Advertisement
Indian Museum

'বোমা রাখা আছে', হুমকি মেল ঘিরে ফের আতঙ্ক কলকাতা জাদুঘরে

ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াডের প্রতিনিধিরা।
Published By: Tiyasha SarkarPosted: 01:25 PM Apr 01, 2025Updated: 02:00 PM Apr 01, 2025

অর্ণব আইচ: হুমকি মেল ঘিরে ফের বোমাতঙ্ক কলকাতা জাদুঘরে। মঙ্গলবার সকালে মেলটি নজরে পড়তেই খবর দেওয়া হয় লালবাজারে। তড়িঘড়ি ফাঁকা করে দেওয়া হয় জাদুঘর। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াডের প্রতিনিধিরা। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই তীব্র আতঙ্ক ছড়িয়েছে।

Advertisement

বিষয়টা ঠিক কী? জানা গিয়েছে, অন্যান্যদিনের মতোই মঙ্গলবার সকালে জাদুঘরে (Indian Museum) পর্যটকরা ছিলেন। সেই সময় আচমকা কর্তৃপক্ষের নজরে আসে হুমকি মেল। ওই মেলে জানানো হয়েছে, জাদুঘরে রয়েছে বোমা। স্বাভাবিকভাবেই প্রবল শোরগোল ছড়িয়ে পড়ে। খবর পাওয়ামাত্রই সক্রিয় হয়ে ওঠে কলকাতা পুলিশ। সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান মিউজিয়ামে ছুটে যান পুলিশের শীর্ষ আধিকারিকরা। পাঠানো হয় বম্ব স্কোয়াড। এমনিতে ইন্ডিয়ান মিউজিয়ামের নিরাপত্তার দায়িত্বে প্রচুর পুলিশকর্মী মোতায়েন থাকে। এদিন আরও বাহিনী পাঠানো হয়। দ্রুত মিউজিয়াম খালি করে দেওয়া হয়। সেই সময় জাদুঘরে ছিলেন বিদেশি পর্যটকরাও। শেষপাওয়া খবর অনুযায়ী, এখনও জাদুঘরে চলছে তল্লাশি।

কিন্তু কে বা কারা এই হুমকি মেলের নেপথ্যে? বড়সড় নাশকতার ছক নয় তো? পুলিশের তরফে জানানো হয়েছে, যে আইডি থেকে মেল এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এই হুমকি বার্তা ভুয়ো হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। তবে গোটা বিষয়টা স্পষ্ট হলে তবেই ফের পর্যটকদের জন্য খোলা হবে জাদুঘরের দ্বার। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হুমকি মেল ঘিরে ফের বোমাতঙ্ক কলকাতা জাদুঘরে। মঙ্গলবার সকালে মেলটি নজরে পড়তেই খবর দেওয়া হয় লালবাজারে।
  • এদিকে তড়িঘড়ি ফাঁকা করে দেওয়া হয় জাদুঘর। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াডের প্রতিনিধিরা।
  • ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই তীব্র আতঙ্ক ছড়িয়েছে।
Advertisement