shono
Advertisement
Bratya Basu

যাদবপুর কাণ্ডের রেশ, বাংলাদেশ থেকে 'হুমকি' ব্রাত্যকে! বাড়ির সামনে পোস্টার দিল SFI

পুলিশ সূত্রে খবর, তিনটি সংগঠনই ঢাকার। তাদের সঙ্গে এ রাজ্যের 'শহুরে মাওবাদী'দের যোগ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
Published By: Sucheta SenguptaPosted: 10:24 PM Mar 07, 2025Updated: 10:28 PM Mar 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাদবপুর কাণ্ডের জেরে এসএফআইয়ের লাগাতার মৌখিক আক্রমণের মুখে পড়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত‌্য বসু। এবার তাঁকে ‘হুমকি’ দিয়ে বিবৃতি প্রকাশ করল বাংলাদেশের অন্তত তিনটি সংগঠন। ওই তিন সংগঠনের নথির কপি এসেছে কলকাতা পুলিশের গোয়েন্দাদের হাতে। তাতেই সতর্ক হয়েছে কলকাতা পুলিশ। লালবাজারের সূত্র জানিয়েছে, ইতিমধ্যে কলকাতার থানাগুলিকেও সতর্ক করা হয়েছে। অন্যদিকে, শিক্ষামন্ত্রীর বাড়ির সামনেও মিলেছে আপত্তিকর পোস্টার। কুরুচিকর ভাষায় পোস্টার লেখায় অভিযোগ উঠেছে বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের দিকে। সবমিলিয়ে শিক্ষামন্ত্রীর নিরাপত্তা বাড়ানোর পরও উদ্বেগ থাকছে। তবে সদা সতর্ক পুলিশ।

Advertisement

গত শনিবার যাদবপুর বিশ্ববিদ‌্যালয়ে তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের বার্ষিক সভা ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শিক্ষামন্ত্রী ব্রাত‌্য বসুর উপর হামলার মতো নজিরবিহীন ঘটনা ঘটে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে। আবার বিরোধী বাম, অতি বাম ছাত্র সংগঠনের অভিযোগ, শিক্ষামন্ত্রীর গাড়ির নিচে চাপা পড়ে আহত হয়েছেন তাঁদের সদস্য। পুলিশের সূত্রের খবর, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সম্প্রতি বাংলাদেশের তিনটি সংগঠন ব্রাত্য বসুকে হুমকির সুরে ‘বিজ্ঞপ্তি’ দিয়েছে। ওই তিনটি সংগঠনেরই ঠিকানা ঢাকার। তারা ব্রাত‌্য বসুর পদত‌্যাগ ও বিচারের দাবি তুলেছে। বাংলাদেশের ওই সংগঠনগুলি যাতে এই রাজ্যের বাম ও অতি বাম সংগঠনের সদস‌্যদের কোনওভাবে উসকানি না দিতে পারে, তার জন‌্যই বিশেষ সতর্কতামূলক ব‌্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে এসএফআইয়ের বিক্ষোভ। ফাইল ছবি।

এছাড়াও ওই সংগঠনগুলির কোনও সদস‌্য চোরাপথে কলকাতায় এসে যাতে ‘শহুরে মাওবাদী’দের মগজধোলাই করে নতুন করে কোনও হামলা বা গোলমালের চেষ্টা না করে, সেদিকে নজর রাখতে শুরু করেছেন কলকাতার গোয়েন্দারা। আবার সোশ‌াল মিডিয়ায় ‘শহুরে মাওবাদীদের’ সঙ্গে বাংলাদেশের ওই সংগঠনের সদস‌্যরা যোগাযোগ রাখছে কি না, সেদিকেও রয়েছে গোয়েন্দাদের নজর রয়েছে। উল্লেখ‌্য, ওই তিনটি সংগঠনের মধ্যে অতি বামদের একটি সংগঠনও রয়েছে।

অন্যদিকে, ক্যাম্পাস ছাড়িয়ে বাড়ির দোরগোড়াতও শিক্ষামন্ত্রীর বিরোধিতায় পড়ল পোস্টার। এসএফআই ব্রাত্য বসুর বাড়ি কালিন্দিতে কুরুচিকর পোস্টার দিয়েছে বলে অভিযোগ। তাঁর নামে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এফআইআর করার অন্যায় দাবিও তুলছে বাম-অতিবাম ছাত্ররা। তবে বাড়ির আশপাশে তাঁর নামে পোস্টার পড়া নিয়ে ব্রাত্য বসুর সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, ''সিপিএম আছে সিপিএমেই।'' এই পরিস্থিতিতে শিক্ষামন্ত্রীকে ভরকেন্দ্রে রেখে বাম-অতিবাম ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠন ও প্রশাসনিক কাজকে বিঘ্নিত করার চেষ্টা হচ্ছে। আহত ছাত্রের বাবা-মা যখন শিক্ষামন্ত্রীর উপর আস্থা রাখছেন, তখন কাদের স্বার্থে যাদবপুরে ‘তথাকথিত’ আন্দোলন করছে বাম-অতিবাম ছাত্ররা? এই প্রশ্ন উঠছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • যাদবপুর কাণ্ডের পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে হুমকি।
  • বাংলাদেশের তিনটি সংগঠনের তরফে হুমকির বিবৃতি কলকাতা পুলিশের হাতে।
  • এছাড়া কালিন্দিতে তাঁর বাড়ির সামনেও পোস্টার পড়েছে।
Advertisement