shono
Advertisement
Calcutta HC

তমলুকে বিজেপির মিছিলে অনুমতি হাই কোর্টের, উস্কানিমূলক বক্তব্য নয়, নির্দেশ আদালতের

দেড় ঘণ্টার মধ্যে শান্তিপূর্ণ ভাবে মিছিল করতে হবে বলে নির্দেশ আদালতের।
Published By: Subhankar PatraPosted: 05:46 PM Mar 19, 2025Updated: 05:55 PM Mar 19, 2025

গোবিন্দ রায়: তমলুকে বিজেপির মিছিলে অনুমতি দিল হাই কোর্ট। বুধবার মামলার শুনানিতে একাধিক শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিচারপতির কড়া নির্দেশ বৃহস্পতিবারের এই মিছিলে উস্কানিমূলক বক্তব্য পেশ করা যাবে না। স্কুল চত্বরে নীরবতা বজায় রাখতে হবে। দেড় ঘণ্টার মধ্যে শান্তিপূর্ণ ভাবে মিছিল করতে হবে।

Advertisement

বুধবার মামলার শুনানিতে আদালতে বিজেপির আইনজীবী জানায়, দুপুর তিনটে নাগাদ তমলুকের রাজবাড়ি ময়দান থেকে হাসপাতাল মোড় পর্যন্ত মিছিল করতে চায় গেরুয়া শিবির।  আদালতে রাজ্য জানায় বিজেপির প্রস্তাবিত রুটে মসজিদ আছে, নমাজ হয়। প্রশাসনিক ভবন ও আদালত আছে। সাধারণ মানুষের অসুবিধা হবে। মিছিলের জন্য নিমতলা থেকে তালপুকুর পর্যন্ত বিকল্প প্রস্তাব দেয় রাজ্য। পাশাপাশি আরও জানানো হয়, যে জায়গার অশান্তির প্রতিবাদে এই মিছিল হচ্ছে সেখানে ১৫ মার্চ শুভেন্দু অধিকারী গিয়েছিলেন। ঘটনার এফআইআর হয়েছে। কয়েকজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

মিছিলের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলে রাজ্য। মানুষের অসুবিধা সৃষ্টি করা কি বিজেপির লক্ষ্য? বিজেপির আইনজীবী আদালতে বলেন একঘণ্টা সময় দিন, মিছিল শেষ হয়ে যাবে। পালটা  রাজ্যের আইনজীবী সওয়াল করেন কার হয়ে এই মুচলেকা দিচ্ছেন? যিনি আদালত থেকে রক্ষাকবচ নিয়ে ঘুরছেন। আর যা ইচ্ছা বলে বেড়াচ্ছেন? পালটা দিয়ে বিজেপির আইনজীবী বলেন, রাজ্য মিথ্যা মামলা দিলে আদালত তো রক্ষাকবচ দেবেই।

সওয়াল-জবাব শুনে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ রাজ্যের উদ্দেশ্যে মন্তব্য করেন, "আমি যখন আর,আর অ্যাভিনিউ দিয়ে যাই, তখন দেখতে পাই কারা, কারা নিয়মিত অনুমতি পাচ্ছে।" তারপরই শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দেয় আদালত। রাজবাড়ি ময়দান থেকে হাসপাতাল মোড় পর্যন্ত মিছিলের অনুমতি মিলিছে। আগামীকাল দুপুর ১ টা থেকে আড়াইটা পর্যন্ত এক হাজার লোক নিয়ে মিছিলের অনুমতি আদালতের। আদালতের নির্দেশ উস্কানিমূলক বক্তব্য পেশ না করে, স্কুল চত্বরে নীরবতা বজায় করে মিছিল করতে হবে।

দোল পূর্ণিমার দিন তমলুকে রং খেলাকে কেন্দ্র করে দুই দলের যুবকের সংঘর্ষ বাঁধে। অন্য দলের যুবকদের গায়ে রং কেন লাগাল তা নিয়ে বচসা শুরু হয়। তারপর তিন যুবককে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। সেই ঘটনার প্রতিবাদে, অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল করতে চায় গেরুয়া। তবে পুলিশ অনুমতি দিচ্ছে না অভিযোগ তুলে হাই কোর্টের দ্বারস্থ হয় জেলা বিজেপি নেতৃত্ব। সেই মিছিলে অনুমতি মিলল। বিজেপি সূত্রে খবর, বৃহস্পতিবার মিছিলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপস্থিত থাকবেন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তমলুকে বিজেপির মিছিলে অনুমতি দিল হাই কোর্ট।
  • বুধবার মামলার শুনানিতে একাধিক শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
  • বিচারপতির কড়া নির্দেশ বৃহস্পতিবারের এই মিছিলে উস্কানিমূলক বক্তব্য পেশ করা যাবে না।
Advertisement