গোবিন্দ রায়: 'অভয়া'র সুবিচারের দাবিতে রানি রাসমনি অ্যাভিনিউয়ে মিছিলের অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। তবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন, রাত দখল ঐক্যমঞ্চের মিছিল হবে ওয়েলিংটন থেকে কলেজ স্কোয়ার অবধি। সেখান থেকে পাঁচজন সদস্য আইন সেক্রেটারি (রয়টার্স বিল্ডিং)-র কাছে জমা দেবেন স্মারকলিপি।
আবেদনকারী সংগঠন রাত দখল ঐক্যমঞ্চের আইনজীবী এদিন হাই কোর্টে বলেন, "আর জি করের ঘটনার প্রতিবাদের নানারকমের পথ বেছে নিয়েছে মানুষ। আমরাও আগামী ১৬ জানুয়ারি একটি কর্মসূচি ঘোষণা করেছি। অভয়া কাণ্ডের এতদিন কেটে গেলেও বিচার পেল না, সেই কারণে পথে নামছে মেয়েরা। জয়েন্ট সিপি হেড কোয়ার্টারের কাছে আবেদন করা হয়েছিল। কিন্তু পুলিশ কোনও অনুমতি দেয়নি ।তাই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়ছে আমরা।"
রাজ্যের আইনজীবী জানান, "১৬ তারিখ একটি মিছিল করে ওয়েলিংটন মোড় থেকে রানি রাসমণির পর্যন্ত আসবে বলে পুলিশের কাছে আবেদন করেছে। এর পর তাদের সারা রাত একটা কর্মসূচি রয়েছে। ওখান থেকে তাদের নবান্ন যাওয়ার কথা। নবান্ন যাবে বলেছে কিন্তু হাওড়া পুলিশকে মামলায় যুক্ত করেনি। আর কতজন সদস্য নবান্ন যাবেন এবং কতজন সদস্য সিটিং ডেমোস্ট্রেশন করবেন কিচ্ছু জানায়নি।" আন্দোলনকারীদের আইনজীবী জানিয়েছেন, সবটা জানিয়ে দেওয়া হবে। দুপক্ষের কথা শুনে শেষপর্যন্ত শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিল হাই কোর্ট।