shono
Advertisement

'মানুষ মরলে আপনাদের ঘুম ভাঙবে?' বেআইনি বহুতল মামলায় পুরসভাকে ভর্ৎসনা হাই কোর্টের

আগামী শুনানিতে পুরসভাকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন প্রধান বিচারপতি।
Published By: Sayani SenPosted: 04:27 PM Feb 20, 2025Updated: 04:27 PM Feb 20, 2025

গোবিন্দ রায়: কলকাতায় একের পর এক বহুতল হেলে পড়ার ঘটনায় জোর শোরগোল। তা নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছে কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চে এই মামলায় শুনানিতে তীব্র ভর্ৎসনার মুখে পড়ে কলকাতা পুরসভা।

Advertisement

মামলাকারীর দাবি, বেনিয়াপুকুর থানার উলটো দিকে একটি সরু গলিতে বেআইনি বাড়ি রয়েছে। সেখানে কোনও অঘটন ঘটলে কাউকে উদ্ধার করা সম্ভব হবে না। আগেই কলকাতা পুরসভায় অভিযোগ জানানো হয়েছে। তবে তা সত্ত্বেও পুরসভার তরফে কোনও ব্যবস্থামূলক পদক্ষেপ নেওয়া হয়নি বলেই অভিযোগ মামলাকারীর। বেনিয়াপুকুরের ওই বহুতলে বেআইনি নির্মাণ হয়েছে তা স্বীকার করে নেয় পুরসভা। আগামী সপ্তাহে বিস্তারিত রিপোর্ট দেওয়া হতে পারে বলেই পুরসভার তরফে জানানো হয়। এই কথা শুনে অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, "মানুষ মরে গেলে আপনাদের ঘুম ভাঙবে? তখন বাড়ি ভাঙলে হবে? ভাঙার বদলে বলছেন যেমন কাজ চলছে চলুক পরে দেখব? এটা আপনাদের সঠিক জবাব নয়।" আগামী শুনানিতে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন প্রধান বিচারপতি।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতে কলকাতা পুরসভার ৯৯ ওয়ার্ডে বাঘাযতীন চত্বরে বিদ্যাসাগরের কলোনির একটি আবাসন হেলে পড়ে। নিচের তলাটি কার্যত চুরমার হয়ে যায়। ঘটনার প্রাথমিক তদন্তে কলকাতা পুরসভা জানায়, অনুমতি ছাড়াই তৈরি হয়েছিল ওই বহুতল। তারপর ট্যাংরার ক্রিস্টোফার রোডে হেলে পড়ে একটি নির্মীয়মাণ বহুতল। বৃহস্পতিবার বিধাননগর পুরনিগমের ২৩ নম্বর ওয়ার্ড এলাকায় পরপর দুটি বাড়ি বিপজ্জনকভাবে হেলে পড়ে। অন্যদিকে, ৩ নং ওয়ার্ড এলাকার দক্ষিণ নারায়ণপুরের একটি বাড়িও হেলে পড়ে। সেই রেশ কাটতে না কাটতে কলকাতা পুরসভার ৫৯ নম্বর ওয়ার্ডের ১২ নম্বর লোকনাথ বোস গার্ডেন লেনেও হেলে পড়ার বহুতলের খোঁজ পাওয়া গিয়েছে। একের পর এক ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত আবাসিকরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার