shono
Advertisement
Car Permit

এবার অনলাইনেই মিলবে গাড়ির পারমিট, আর ছুটতে হবে না পরিবহণ দপ্তর বা আরটিও-তে!

স্টেজ ক্যারেজ ও অটোরিকশার পারমিটের আবেদন সম্পূর্ণরূপে অনলাইনেই করতে হবে।
Published By: Paramita PaulPosted: 09:08 PM May 14, 2025Updated: 09:08 PM May 14, 2025

নব্যেন্দু হাজরা: গাড়ির পারমিট পেতে আর পরিবহণ দপ্তর বা আরটিও-তে ছুটতে হবে না। ঘরে বসে অনলাইনেই করা যাবে নতুন গাড়ির পারমিটের আবেদন। গাড়ির পারমিট প্রদানের ক্ষেত্রে মিডলম‌্যানদের দৌরাত্ম‌্য কমাতে এবার গোটা প্রক্রিয়াই অনলাইনে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবিষয়ে পরিবহণ দপ্তরের তরফে বিজ্ঞপ্তিও জারি করা হয়। জানানো হয়েছে, শুধু পারমিটের আবেদনই নয়, পারমিট ইস্যু, পুনর্নবীকরণের ক্ষেত্রে ব্যাপক বদল আনতে চলেছে রাজ‌্য। যানবাহনের পারমিট-সম্পর্কিত পরিষেবা এবার বাহন সফটওয়‌্যারেই পাওয়া যাবে।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্টেজ ক্যারেজ ও অটোরিকশার জন্য নতুন পারমিটের আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। পারমিট সম্পর্কিত অনিয়ম রুখতে এবং স্বচ্ছতা আনতেই এই সিদ্ধান্ত। সাধারণ মানুষের দীর্ঘদিনের অভিযোগ, বাস-ট্রাক বা অটোরিকসা–যে কোনও বানিজ্যিক গাড়িরই রুট পারমিট পেতে লক্ষ-লক্ষ টাকার লেনদেন হয়। মানুষ হন প্রতারণার শিকারও। এবার সেই অভিযোগ আর থাকবে না। পুরো প্রক্রিয়ায় হবে স্বচ্ছতার সঙ্গে। সব যানবাহনের পারমিট ‘বাহন’ পোর্টালে আপলোড করতে হবে। যেসব পারমিট এখনও ডিজিটাল নয়, সেগুলির ক্ষেত্রে গাড়ির মালিকদের ট্যাক্স প্রদান বা সংশ্লিষ্ট লেনদেনের সময় পারমিটের মূল কপি ও ফটোকপি জমা দিতে হবে। যাচাইয়ের পর ৯৬ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট পারমিটগুলি সিস্টেমে আপলোড হয়ে যাবে।

স্টেজ ক্যারেজ ও অটোরিকশার পারমিটের আবেদন সম্পূর্ণরূপে অনলাইনেই করতে হবে। এই আবেদনগুলি দপ্তর বা জেলার ওয়েবসাইটে শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশের সপ্তম দিন থেকে গ্রহণযোগ্য হবে, যাতে সব আগ্রহী আবেদনকারীদের জন্য সমান সুযোগ নিশ্চিত হয়। যদি কোনও আবেদনকারী পারমিটের জন্য অফার লেটার পান, তা সর্বোচ্চ ১৮০ দিন পর্যন্ত বৈধ থাকবে। বৈধতার সময়কাল নির্ধারিত হবে মাসিক ফি প্রদান অনুযায়ী। মেয়াদ উত্তীর্ণ হলে এটির আর কার্যকারিতা থাকবে না। এবং নতুন আবেদন করতে হবে। যেসব পারমিট মেয়াদ শেষ হওয়ার ছয় মাসের মধ্যে গাড়ি নামানো হবে না, সেগুলিকে শুনানির পর বাতিল বলে বিবেচনা করা হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গাড়ির পারমিট পেতে আর পরিবহণ দপ্তর বা আরটিও-তে ছুটতে হবে না।
  • ঘরে বসে অনলাইনেই করা যাবে নতুন গাড়ির পারমিটের আবেদন।
  • গাড়ির পারমিট প্রদানের ক্ষেত্রে মিডলম‌্যানদের দৌরাত্ম‌্য কমাতে এবার গোটা প্রক্রিয়াই অনলাইনে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Advertisement