shono
Advertisement
Kolkata International Airport

কলকাতা বিমানবন্দরে CISF কনস্টেবলের দেহ উদ্ধার, দেনায় ডুবে আত্মহত্যা?

ইন্টারন্যাশনাল কার্গোর সিআইএসএফ বারাক থেকে দেহটি উদ্ধার হয়।
Published By: Paramita PaulPosted: 01:10 PM Feb 05, 2025Updated: 01:10 PM Feb 05, 2025

বিধান নস্কর, বিধাননগর: কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে সিআইএসএফ কনস্টেবলের ঝুলন্ত মৃতদেহ। বুধবার সকালে ইন্টারন্যাশনাল কার্গোর সিআইএসএফ বারাক থেকে দেহটি উদ্ধার হয়। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গত কিছুদিন ধরে দেনায় ডুবে গিয়েছিলেন তিনি। তার জেরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তার ফলেই আত্মহত্যা কিনা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

মৃতের নাম রঘুনাথ পাল। বর্ধমান হিরাপুরের বাসিন্দা। বয়স ৪০ বছর। পেশায় সিআইএসএফ। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে ইন্টারন্যাশনাল কার্গোতে কর্মরত ছিলেন। বর্তমানে শরৎ কলোনিতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন। এদিন বিমানবন্দরেই সকাল ১০টা নাগাদ তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বিমানবন্দরের সিআরপিএফ কর্মীরা প্রথম দেখতে পায় ঝুলন্ত দেহটি দেখতে পান। এনএসসিবিআই থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে দেহটি উদ্ধার করে তারা। শুরু হয়েছে তদন্ত।

পুলিশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে, সিআইএসএফ কর্মীর প্রচুর ধার হয়ে গিয়েছিল। যার জেরে কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি। সমস্যা মেটাতে না পেরে এই কারণেই আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান পুলিশের। স্বাভাবিকভাবে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে সিআইএসএফ কনস্টেবলের ঝুলন্ত মৃতদেহ।
  • বুধবার সকালে ইন্টারন্যাশনাল কার্গোর সিআইএসএফ বারাক থেকে দেহটি উদ্ধার হয়।
  • এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
Advertisement